৪০ বছরের জেমা নিজের খরচ কম করার জন্য একটি অ্যাপ্লিকেশন (money management app ) ডাউনলোড করেন, তখন তিনি বুঝতে পারেন যে প্রতি মাসে তিনি কী পরিমাণ ফালতু খরচ করতেন৷ তিনি এই ফালতু খরচ অনলাইন শপিংয়ে করতেন৷ তিনি একবছর অ্যামাজনে (Amazon ) কেনাকাটা বন্ধ করে এক বছরের মধ্যে ১৭,০০০ হাজার পাউন্ডের ধার চুকিয়ে ফেলেন৷
advertisement
আরও পড়ুন - Earn Money: হতে চান মালামাল, এই স্টকে বিনিয়োগকারীরা ৬ মাসে মুনাফা করলেন ১০৫%
ইংল্যান্ডের শ্রিয়ুসবরির বাসিন্দা ২ সন্তানের মা জেমা জানতে চাইতেন আসলে টাকা কোথায় খরচ হচ্ছে৷ তিনি নিজের ১৭ হাজার পাউন্ড যা প্রায় ১৭ লক্ষ টাকা কেন ধার করেছিলেন৷ কিন্তু কিছুতেই তিনি বুঝতে পারছিলেন না এই টাকা কোথায় যাচ্ছে৷ তাই খরচে নিয়ন্ত্রণের জন্য তিনি নিজের ফোনে মানি ম্যানেজমেন্ট অ্যাপ লাগান৷ সেই তার জ্ঞান চক্ষু উন্মীলনে সাহায্য করে৷ তিনি অ্যামাজনে শপিং অ্যাডিকটেড ছিলেন৷ প্রতি মাসের হাজার হাজার টাকার কেনাকাটা করেই সেই টাকা উড়িয়ে দিতেন৷
আরও পড়ুন - T20 World Cup: Afganistan কি হতে পারবে ভারতের ট্রাম্পকার্ড, Semi final-র তিন পথ
মিররে প্রকাশিত রিপোর্ট অনুযায়ি নিজের এই নেশার কথা জানার পর তিনি অ্যামাজনে (Amazon) কেনাকাটা বন্ধ করে দেন৷ প্রায় ৬ মাস অবধি অনলাইনে কিছুই অর্ডার (Online Order) করেননি৷ এরফলে তাঁর বহুটাতা বেঁচে যায়৷ এছাড় চিনি ফুড শপে কেনাকাটাও বন্ধ করে দেন৷ ১১ মাসে তিনি ১৭ লক্ষ টাকার ধার চুকিয়ে ফেলেন৷