TRENDING:

Peru First Woman President: ক্ষমতায় ডিনা বোলুয়ার্তে, প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল পেরু

Last Updated:

প্রেসিডেন্ট পদে এতদিন থাকা পেদ্রো কাস্তিলোকে জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরেই সে দেশের নতুন প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে ৷ তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট পেরুর ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লিমা: নতুন প্রেসিডেন্টকে পেল পেরু ৷ প্রেসিডেন্ট পদে এতদিন থাকা পেদ্রো কাস্তিলোকে জরুরি ভিত্তিতে ইমপিচ করার পরেই সে দেশের নতুন প্রেসিডেন্ট হলেন ডিনা বোলুয়ার্তে ৷ তিনিই প্রথম মহিলা প্রেসিডেন্ট পেরুর ৷
Dina Boluarte (Photo: Twitter)
Dina Boluarte (Photo: Twitter)
advertisement

প্রেসিডেন্ট পদে পেদ্রো কাস্তিলো অবশ্য খুব বেশি দিন স্থায়ী হলেন না ৷ ২০২১ সালে ক্ষমতায় আসার পরেই দু’বার কাস্তিলোকে ইমপিচ করার চেষ্টা করা হয়েছিল ৷ সম্প্রতি দেশে জরুরি অবস্থা চালু করার কথাও বলেছিলেন কাস্তিলো ৷ স্বভাবতই তাঁকে ঘিরে অসন্তোষ শুরু হয়েছিল সে দেশে ৷  বিরোধী পক্ষ থেকে শুরু করে দেশের মানুষের প্রবল চাপের সামনে শেষপর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন কাস্তিলো ৷ প্রবল অশান্তির মধ্যেই দেশের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পেলেন বোলুয়ার্তে ৷ পেরুর প্রথম মহিলা প্রেসিডেন্ট  হিসেবে যথেষ্ট কড়া চ্যালেঞ্জই যে বোলুয়ার্তের জন্য অপেক্ষা করছে, তা আর বলার অপেক্ষা রাখে না ৷

advertisement

আরও পড়ুন- বিশ্বকাপে নেই, তবুও বিশ্বকাপের বিশ্ব রেকর্ডে রয়েছে ভারত !

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জরুরি ভিত্তিতে পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট কাস্তিলোকে ইমপিচ করার জন্য ইমপিচমেন্ট নির্বাচনের আয়োজন করা হয় ৷  সেখানে তাঁর বিরুদ্ধে ভোট পড়ে ১০১ ৷ ফলে প্রেসিডেন্ট পদে থেকে যাওয়ার আর কোনও সুযোগই ছিল না কাস্তিলোর সামনে ৷ ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত ক্ষমতায় থাকার কথা থাকলেও মাত্র এক বছরের কিছুটা বেশি সময়েই প্রেসিডেন্ট পদে থাকতে পারলেন কাস্তিলো ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Peru First Woman President: ক্ষমতায় ডিনা বোলুয়ার্তে, প্রথম মহিলা প্রেসিডেন্ট পেল পেরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল