বিতর্কিত এই সফর নিয়ে নানা মুনির নানা মত ৷ তবে কূটনৈতিক কূটকচালিকে সরিয়ে রেখে রানি-ট্রাম্পের মজার সাক্ষাৎ নিয়েই এখন তোলপাড় নেটদুনিয়া ৷ গতকাল উইনসর ক্যাসেলে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতের পর একসঙ্গে হেঁটে আসছিলেন ট্রাম্প ও রানি ৷ তাঁদের সেই হাঁটার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় দেওয়ালে ৷ কিন্তু কেন ? কী ছিল সেই ভিডিওতে ?
advertisement
আরও পড়ুন: বিয়ের ভিডিও শ্যুটে বিপত্তি, বর-কনের মাথায় ভেঙে পড়ল গাছ !
ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যায়, হাঁটার সময় রানির আগে আগে চলছেন মার্কিন প্রেসিডেন্ট ৷ একসময় রানিকে পুরোপুরি ঢেকে দেন ট্রাম্প ৷ ট্রাম্পের আড়ালে ঢাকা পড়ে কয়েকমুহূর্ত রানি একেবারে চোখের আড়ালে চলে যান ৷ কিছুক্ষণের মধ্যেই যদিও ট্রাম্পের পাশে চলে আসেন তিনি ৷
advertisement
Location :
First Published :
July 14, 2018 10:19 AM IST