advertisement
NBC নিউজের আয়োজিত এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার ইস্যুতে ডিজিটাল টাউন হলে H-1B ভিসার পক্ষে জোরাল সওয়াল করেন বাইডেন৷ তিনি বলেন, 'উনি (ট্রাম্প) H-1B ভিসা এই বছরের জন্য বন্ধ করেছেন৷ আমার প্রশাসনে তা হবে না৷ ওই ভিসা প্রাপ্ত মানুষরাই এই দেশকে গড়েছেন৷ আমার অভিবাসন নীতিতে কোনও পরিবারকে ভাঙা হবে না৷ বরং পরিবারকে গড়ে তৈরি করা হবে৷ যাতে গোটা পরিবার একসঙ্গে থাকতে পারেন৷ যেমন আগে ছিল৷'
ট্রাম্পের অভিবাসন নীতিকে অমানবিক ও নির্মম আখ্যা দিয়ে বাইডেনের বক্তব্য, যাঁরা আমেরিকান ড্রিম দেখেন, তাঁদের রক্ষা করতে অবিলম্বে পদক্ষেপ করা হবে তিনি প্রেসিডেন্ট হলে৷ দক্ষিণ ও পূর্ব এশিয়ার ১ লক্ষের বেশি যোগ্য কর্মীর স্বপ্ন পূরণ হবে৷ হাই স্কিলড টেম্পোরারি ভিসা অযোগ্য কর্মীদের দেওয়া ঠিক নয়৷ বর্তমানে যা দেওয়া রয়েছে দেদার৷
গত ২৩ জুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাত্ ঘোষণা করেন, এ বছরের শেষ পর্যন্ত H-1B সহ ৪ ধরনের ভিসা দেওয়া হবে না৷ ট্রাম্প জানান, করোনার জেরে বিধ্বস্ত অর্থনীতিতে মার্কিন মুলুকে বেকারত্ব চরমে। তাই অন্তত এ বছর আর নতুন করে চার ধরনের ভিসা দেওয়া হবে না। H-1B, L, H-2B এবং J। অথচ ফি বছর যত এইচ-১বি ভিসা দেওয়া হয়, তার অন্তত ৭০% থাকে ভারতীয়দের হাতে। মূলত তার জোরেই বিভিন্ন সংস্থার প্রকল্পে কর্মী পাঠায় টিসিএস, কগনিজ্যান্ট, উইপ্রোর মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি।