আরও পড়ুন- ১ বছরে ১৬০০ বার দাবানল ঝাড়খণ্ডের এই বিখ্যাত টাইগার রিজার্ভে! কারণ কী?
পর্বতারোহী নারায়ণন আইয়ারের বয়স ৫২। বৃহস্পতিবার ৮,৫৮৬ মিটার (২৮,১৬৯ ফুট) ঊঁচু কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পৌঁছানোর চেষ্টা করছিলেন নারায়ণন। বাকি ছিল আর সামান্যই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,২০০ মিটার (২৬,৯০০ ফুট) উচ্চতায় প্রাণ হারান তিনি, জানিয়েছেন এই অভিযানের আয়োজনকারী হাইকিং কোম্পানির কর্মকর্তা নিভেশ কারকি।
advertisement
“নারায়ণন আইয়ার অসুস্থ বোধ করায় তাঁকে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তাঁর গাইড কিন্তু তিনি সেই পরামর্শ প্রত্যাখ্যান করেন,” পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার সময় বলেন নিভেশ কারকি।
আরও পড়ুন- মার্ভেল সুপারহিরো সিরিজে এবার ফারহান আখতার-ফাওয়াদ খান! কোন সিরিজে আত্মপ্রকাশ?
গত মাসেই একজন গ্রীক পর্বতারোহী এবং একজন নেপালি শেরপা গাইড অন্যান্য পর্বত চূড়ায় মারা যান। পর্বত আরোহণ নেপালের অন্যতম প্রধান পর্যটনক্রিয়া এবং আয়ের পাশাপাশি কর্মসংস্থানেরও একটি প্রধান উৎস এই পর্বতারোহণ। মাউন্ট এভারেস্ট সহ বিশ্বের ১৪ টি সর্বোচ্চ পর্বতমালার মধ্যে আটটিই রয়েছে নেপালে।
৯০০ জনেরও বেশি বিদেশি পর্বতারোহী মে মাসে শেষ হওয়া চলতি মরশুমে মাউন্ট এভারেস্ট সহ নেপালের ২৬ টি হিমালয় পর্বতশৃঙ্গে আরোহণের অনুমতি পেয়েছেন।