TRENDING:

মিসিসিপি উপকূলে ভেসে এসেছে এক মৃত ফিনব্যাক তিমি , জেনে নিন পুরো খবরটি

Last Updated:

সঙ্কটাপন্ন এই মৃত ফিনব্যাক তিমির ওপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন বিজ্ঞানীরা যেটা মিসিসিপি গাল্ফ কোস্টে ভেসে এসেছে। dead finback whale washed up on mississippi gulf coast

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
WLOX-TV টিভি অনুসারে জানা গেছে যে ফেডারেল এবং রাষ্ট্রীয় সংস্থার অনেক বিজ্ঞানীরা বিপন্ন প্রজাতিটিকে পরীক্ষা করে দেখছেন এবং এর মৃত্যুর কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন। এদের মধ্যে রয়েছে ইনস্টিটিউট ফর মেরিন ম্যামাল স্টাডিজ, মোট মেরিন ল্যাবরেটরি, এফডব্লিউসি মেরিন ম্যামাল রিসার্চ অ্যান্ড রেসকিউ এবং আরও অনেক সংস্থা। ক্রিউরা ওই স্থানে পৌঁছেছেন কিছু নমুনা সংগ্রহ করার জন্য যাতে তারা শীঘ্র ফিনব্যাক তিমির মৃত্যুর কারণ নির্ধারণ করতে পারে।
advertisement

গত শনিবার এই বিপন্ন তিমিটিকে মিসিসিপিতে মৃত অবস্থায় পাওয়া গেছে। ২০০২ সাল থেকে চতুর্থবারের মতো মেক্সিকো উপসাগরে এইরকম ফিনব্যাক তিমি আটকে পড়ার খবর পাওয়া গেছে। WLOX-TV থেকে এই তথ্যটি জানা গেছে।

ইনস্টিটিউটের পরিচালক ডাঃ মবি সোলাঙ্গি গাজেবো গেজেটকে বলেন যে তিমিটি ৩০ ফুট (৯ মিটার) লম্বা এবং ওজন ১২,০০০ থেকে ১৫,০০০ পাউন্ড (৬,৮০৪ কিলোগ্রাম)। সঠিকভাবে তিমির মৃত্যুর কারণ জানা না গেলেও অনুমান করা হচ্ছে যে অসাবধানতাবশত ফিনব্যাক তিমিটি একটি জাহাজে ধাক্কা খেয়ে তীরে এসে পড়েছে।

advertisement

সোলাঙ্গির কথা অনুযায়ী "স্তন্যপায়ী প্রাণীটি সম্ভবত অসুস্থ ছিল এবং দেহটি একটি জাহাজের চ্যানেলে আটকে গিয়েছিল।"

বিজ্ঞানীরা মৃত্যুর কারণ নির্ধারণ করতে ল্যাবের ফলাফলের অপেক্ষায় রয়েছেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্ভবত শিকারের কারণেই ফিন তিমির জনসংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে এবং সেই কারণেই প্রজাতিটিকে বিপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল এবং সামুদ্রিক স্তন্যপায়ী সুরক্ষা আইনের অধীনে সুরক্ষা দেওয়া হয়েছিল।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
মিসিসিপি উপকূলে ভেসে এসেছে এক মৃত ফিনব্যাক তিমি , জেনে নিন পুরো খবরটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল