TRENDING:

Dawood Ibrahim Remarriage: পাত্রী পাকিস্তানি পাঠান, আবার বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, এনআইএ-কে জানালেন তাঁর ভাগ্নে

Last Updated:

Dawood Ibrahim Remarriage: মেইজাবিনের সঙ্গে গত বছর জুলাই মাসে দুবাইয়ে সাক্ষাৎ হয় আলিশাহের৷ তখনই তিনি তাঁর মামার দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : চাঞ্চল্যকর দাবি করলেন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের ছেলে আলিশাহ৷ জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-এর কাছে তিনি জানালেন তাঁর মামা দাউদ ইব্রাহিম আবার বিয়ে করেছেন৷ আলিশাহ জানিয়েছেন পাকিস্তানি পাঠান মহিলাকে বিয়ে করেছেন তাঁর মামা৷ যদিও তাঁর প্রথম স্ত্রী মেইজাবিন বর্তমান৷ তাঁর সঙ্গে দাউদের এখনও বিচ্ছেদ হয়নি৷ শুধু তাই নয়৷ দাউদ এখন আছেন পাকিস্তানেই, জানালেন তাঁর ভাগ্নে আলিশাহ৷ গত বছর সেপ্টেম্বরে জাতীয় তদন্ত সংস্থাকে প্রয়াত হাসিনা পার্কারের ছেলে আলিশাহ জানিয়েছেন পাকিস্তানের করাচিতে আবদুল্লা গাজী বাবা দরগার কাছে দাউদ আছেন৷
দাউদ ইব্রাহিম
দাউদ ইব্রাহিম
advertisement

মেইজাবিনের সঙ্গে গত বছর জুলাই মাসে দুবাইয়ে সাক্ষাৎ হয় আলিশাহের৷ তখনই তিনি তাঁর মামার দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন৷ তবে মামা দাউন নাকি কারওর সঙ্গে যোগাযোগ রাখেন বলেই দাবি হাসিনাপুত্রের৷ অবশ্য পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ রাখেন দাউদের প্রথম পক্ষের স্ত্রী মেইজাবিন৷ আলিশাহের কাছ থেকে এ তথ্যও পেয়েছে সংস্থা৷ প্রসঙ্গত এনআইএ-এর কাছে খবর আছে যে ভারতের বড় শহরগুলিতে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছেন দাউদ ইব্রাহিম৷ তার তদন্ত প্রক্রিয়াতেই রেকর্ড করা হয় আলিশাহ পার্কারের বয়ান৷ তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দাউদ ইব্রাহিমরা ৫ ভাই এবং ৪ বোন৷

advertisement

আরও পড়ুন :  ১ বস্তা আটা ৩০০০ পাক রুপি! খাদ্যসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানে গমের বস্তা ভর্তি ট্রাকের পিছনে বাইকবাহিনীর দৌড়

আরও পড়ুন :  আগুনে ঢেকে গেল স্ক্রিন, নেপালে বিমান দুর্ঘটনার আগে কে করছিলেন ফেসবুক লাইভ, জানুন পরিচয়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এইআইএ-এর কাছে যে তথ্য আছে সেটা অনুযায়ী দাউদ ইব্রাহিম এবং তাঁর প্রথম স্ত্রী মেইজাবিনের তিন মেয়ে৷ বড় মেয়ে মারুখের বিয়ে হয়েছে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের ছেলে জুনেইদের সঙ্গে৷ মেজো মেয়ের নাম মেহরিন এবং সবথেকে ছোট মেয়ে হলেন মাজিয়া৷ ছেলের নাম মোহিন নওয়াজ৷ গোয়েন্দাদের কাছে থাকা তথ্যে প্রকাশ, দাউদ যদিও দেখান প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে, কিন্তু তা সত্য নয়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Dawood Ibrahim Remarriage: পাত্রী পাকিস্তানি পাঠান, আবার বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম, এনআইএ-কে জানালেন তাঁর ভাগ্নে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল