মেইজাবিনের সঙ্গে গত বছর জুলাই মাসে দুবাইয়ে সাক্ষাৎ হয় আলিশাহের৷ তখনই তিনি তাঁর মামার দ্বিতীয় বিয়ের কথা জানতে পারেন৷ তবে মামা দাউন নাকি কারওর সঙ্গে যোগাযোগ রাখেন বলেই দাবি হাসিনাপুত্রের৷ অবশ্য পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ রাখেন দাউদের প্রথম পক্ষের স্ত্রী মেইজাবিন৷ আলিশাহের কাছ থেকে এ তথ্যও পেয়েছে সংস্থা৷ প্রসঙ্গত এনআইএ-এর কাছে খবর আছে যে ভারতের বড় শহরগুলিতে হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছেন দাউদ ইব্রাহিম৷ তার তদন্ত প্রক্রিয়াতেই রেকর্ড করা হয় আলিশাহ পার্কারের বয়ান৷ তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দাউদ ইব্রাহিমরা ৫ ভাই এবং ৪ বোন৷
advertisement
আরও পড়ুন : ১ বস্তা আটা ৩০০০ পাক রুপি! খাদ্যসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তানে গমের বস্তা ভর্তি ট্রাকের পিছনে বাইকবাহিনীর দৌড়
আরও পড়ুন : আগুনে ঢেকে গেল স্ক্রিন, নেপালে বিমান দুর্ঘটনার আগে কে করছিলেন ফেসবুক লাইভ, জানুন পরিচয়
এইআইএ-এর কাছে যে তথ্য আছে সেটা অনুযায়ী দাউদ ইব্রাহিম এবং তাঁর প্রথম স্ত্রী মেইজাবিনের তিন মেয়ে৷ বড় মেয়ে মারুখের বিয়ে হয়েছে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার জাভেদ মিঁয়াদাদের ছেলে জুনেইদের সঙ্গে৷ মেজো মেয়ের নাম মেহরিন এবং সবথেকে ছোট মেয়ে হলেন মাজিয়া৷ ছেলের নাম মোহিন নওয়াজ৷ গোয়েন্দাদের কাছে থাকা তথ্যে প্রকাশ, দাউদ যদিও দেখান প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে, কিন্তু তা সত্য নয়৷