TRENDING:

লন্ডনের হিথরো থেকে জার্মানির বার্লিন সাইবার হানায় বিপর্যস্ত ইউরোপের একাধিক বিমানবন্দর!

Last Updated:

সাইবার হানায় এবার বিপর্যস্ত হয়ে পড়ল ইউরোপের একাধিক বিমানবন্দর। লন্ডনের হিথরো থেকে জার্মানির বার্লিন কিংবা বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে সাইবার হানা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ফলে, ওই সকল বিমানবন্দরে বিমান পরিচালনা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। যাত্রীদের চেক-ইন এবং বোর্ডিং ব্যবস্থা সাইবার হানায় ভেঙে পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: সাইবার হানায় এবার বিপর্যস্ত হয়ে পড়ল ইউরোপের একাধিক বিমানবন্দর। লন্ডনের হিথরো থেকে জার্মানির বার্লিন কিংবা বেলজিয়ামের ব্রাসেলস বিমানবন্দরে সাইবার হানা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
সাইবার হানায় বিপর্যস্ত হিথরো বিমানবন্দর
সাইবার হানায় বিপর্যস্ত হিথরো বিমানবন্দর
advertisement

ফলে, ওই সকল বিমানবন্দরে বিমান পরিচালনা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। যাত্রীদের চেক-ইন এবং বোর্ডিং ব্যবস্থা সাইবার হানায় ভেঙে পড়ে।

আরও পড়ুন: আমেরিকার পুলিশ গুলি করে মারল..কে এই ভারতীয়? জানেন কী কী হয়েছিল ওঁর সঙ্গে, আছে বহু অভিযোগ

সংবাদ সংস্থা শূত্রে খবর, হিথরো বিমানবন্দর এই সাইবার হানা সম্পর্কে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার হানার ফলে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলার আশঙ্কাও করা হচ্ছে। শুধু হিথরো নয়, ব্রাসেলস বিমানবন্দরও একই মর্মে সতর্কতা জারি করা হয়। তারা জানিয়েছে, সাইবার হানার কারণে স্বয়ংক্রিয় চেক-ইন এবং বোর্ডিং পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই হানা বিমানের সময়সূচির উপর প্রভাব ফেলেছে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় চেক-ইন এবং বোর্ডিং পরিষেবা বন্ধ থাকায় ‘ম্যানুয়াল’ ভাবে কাজকর্ম চলছে বিমানবন্দরে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
লন্ডনের হিথরো থেকে জার্মানির বার্লিন সাইবার হানায় বিপর্যস্ত ইউরোপের একাধিক বিমানবন্দর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল