ফলে, ওই সকল বিমানবন্দরে বিমান পরিচালনা কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। যাত্রীদের চেক-ইন এবং বোর্ডিং ব্যবস্থা সাইবার হানায় ভেঙে পড়ে।
আরও পড়ুন: আমেরিকার পুলিশ গুলি করে মারল..কে এই ভারতীয়? জানেন কী কী হয়েছিল ওঁর সঙ্গে, আছে বহু অভিযোগ
সংবাদ সংস্থা শূত্রে খবর, হিথরো বিমানবন্দর এই সাইবার হানা সম্পর্কে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাঁদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার হানার ফলে পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কোনও বিমান নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলার আশঙ্কাও করা হচ্ছে। শুধু হিথরো নয়, ব্রাসেলস বিমানবন্দরও একই মর্মে সতর্কতা জারি করা হয়। তারা জানিয়েছে, সাইবার হানার কারণে স্বয়ংক্রিয় চেক-ইন এবং বোর্ডিং পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই হানা বিমানের সময়সূচির উপর প্রভাব ফেলেছে। স্বয়ংক্রিয় ব্যবস্থায় চেক-ইন এবং বোর্ডিং পরিষেবা বন্ধ থাকায় ‘ম্যানুয়াল’ ভাবে কাজকর্ম চলছে বিমানবন্দরে।
advertisement