সৌদির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন, মক্কা ও মোদিনায় ২৪ ঘণ্টা কারফিউ জারি থাকলেও অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। যেমন খোলা থাকবে ওষুধ ও খাবারের দোকান৷ পাশাপাশি, সংক্রমণ রুখতে গাড়িতে এক জনের বেশি যাত্রী ওঠার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি প্রশাসন।
করোনার সংক্রমণ রুখতে কড়া দেশের প্রশাসন। ফলে, বন্ধ রাখা হয়েছে আন্তর্জাতিক বিমান পরিষেবা৷ অধিকাংশ পাবলিক প্লেস বন্ধ৷ এমনকী বার্ষিক হজ যাত্রা আপাতত স্থগিত রাখা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷ রিয়াধের পাশাপাশি মক্কা, মোদিনা এবং জেড্ডা শহরে প্রবেশের উপর কড়াকড়ি করা হয়েছে৷ মক্কা-মোদিনা সংলগ্ন এলাকা সম্পূর্ণ লক ডাউনে। এবারে সেখানে জারি হল লক ডাউন।
advertisement
প্রসঙ্গত, ৩০ কোটি মানুষের বাস পবিত্র এই নগরীতে। সেখানে সংক্রমণ যাতে না ছড়ায়, তাই সতর্ক প্রশাসন। গত মাসে প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে সৌদির তৈল শহর কাতিফে৷ ইরান থেকে তীর্থযাত্রা থেকে ফেরার পরই ওই ব্যক্তির শরীরে প্রথম করোনার লক্ষণ দেখা যায়৷ ফলে, এতদিন বিকাল ৩টে থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকলেও, এবার ২৪ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হল। এদিকে, রাজধানী রিয়াধে মারণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,৭০০ জনেরও বেশি মানুষ৷ প্রাণ হারিয়েছেন ১৬ জন৷