ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের এক স্কুলে। অভিযুক্ত মহিলার নাম অ্যান্ডি। স্থানীয় একটি নামী স্কুলে পড়ুয়াদের জন্য খাবারের ব্যবস্থা করত সে। কিন্তু ছাত্রদের সঙ্গে সে মোটেও ভাল করে কথা বলত না। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই স্কুলের ১৪ বছরের এক ছাত্রের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল অ্যান্ডি।
অভিযোগ, ওই ছাত্রের সঙ্গে সোশ্যাল মিডিয়া মারফত কথা বলত অ্যান্ডি। একদিন কথা বলার ফাঁকে ওই ছাত্রকে অশালীন ছবি পাঠায় সে। কিন্তু ওই ছাত্র বুঝে উঠতে পারেনি অ্যান্ডি কোন উদ্দেশ্য এই ছবি পাঠিয়েছে। ভুল করে ছবি পাঠিয়েছে ভেবে বিষয়টি এড়িয়ে যায় সে। কিন্তু এর পরে অ্যান্ডি ওই ছাত্রকে নিজের অশালীন ছবি পাঠাতে বলে। এর পরেই ওই পড়ুয়া অ্যান্ডির সঙ্গে দূরত্ব বাড়ায়।
advertisement
রিপোর্ট অনুযায়ী, স্কুলের এক পার্টিতে এর পরে ওই পড়ুয়ার দেখা হয় অ্যান্ডির। সেখানে বাড়ি ছেড়ে দেওয়ার নাম করে পড়ুয়াকে নিজের গাড়িতে তুলে নিয়ে যায় অ্যান্ডি। অভিযোগ, মাঝ রাস্তাতেই ওই ছাত্রের সঙ্গে জোড় করে শারীরিক সম্পর্ক স্থাপন করে অ্যান্ডি। তার পরে মাঝরাস্তায় গাড়ি থেকে ওই পড়ুয়াকে নামিয়ে দেয় সে।
আরও পড়ুন, নাবালিকাকে বিয়ের শখ! পাত্র ও পাত্রের বাবা হাতকড়া পরল
আরও পড়ুন, রমরমিয়ে জুয়ার আসর, হঠাৎ পুলিশি হানা, হাতেনাতে গ্রেফতার ৫ জন
বিধ্বস্ত অবস্থায় কোনও ভাবে স্থানীয় এক বন্ধুর কাছে যায় অ্যান্ডি। সেখানে গিয়ে গোটা ঘটনা সে খুলে বলে। ওই বন্ধুর পরামর্শে পড়ুয়া নিজের পরিবারকে গোটা বিষয়টি জানায়। খবর যায় পুলিশের কাছেও। পুলিশ জানা মাত্রই ওই মহিলাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে বলে খবর।