TRENDING:

Coronavirus Updates : আমেরিকায় করোনার প্রত্যাবর্তন, মারণ রোগের শিকার বহু

Last Updated:

Coronavirus Updates : আমেরিকায় আরও শক্তিশালী করোনা, রীতিমতো তাণ্ডব চালাচ্ছে মারণ রোগ, এক সপ্তাহে মৃত ১৫০০ এর বেশি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : গোটা বিশ্বে যে মারণ রোগ ত্রাসের সৃষ্টি করেছিল, সেই এবার ফিরেছে। গল্প নয় এক্কেবারে সত্যি। হ্যাঁ, করোনা ভাইরাস এবার আরও শক্তিশালী। এই রোগ থাবা বসিয়েছে আমেরিকায়। বিএনও নিউজের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করোনার প্রভাবে আমেরিকায় মাত্র এক সপ্তাহে হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন।
আমেরিকায় করোনার প্রত্যাবর্তন
আমেরিকায় করোনার প্রত্যাবর্তন
advertisement

মার্কিন মুলূকে করোনার কারণে হৈ চৈ শুরু হয়েছে। বিএনও নিউজের তথ্য অনুযায়ী, এই রোগের কারণে মাত্র এক সপ্তাহে ১৫৫৫ জনের মৃত্যু হয়েছে। মার্চের পর এই প্রথম এক সপ্তাহে এত মানুষ প্রাণ হারিয়েছেন। ২ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকায় প্রায় ১৬৫,৭০৫ টি নতুন কেস রিপোর্ট হয়েছে।

আরও পড়ুন: মাঙ্কিপক্সের হানা ভারতে , আক্রান্ত ১, কতটা ভয়ের এই ভাইরাস? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

advertisement

করোনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই খবর। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে করোনা ভাইরাসে আক্রান্তের যে সংখ্যা আপাতত সামনে এসেছে সেটাই সব নয়। আসল সংখ্যা তার থেকে অনেক বেশি। কারণ বেশিরভাগ হাসপাতাল এবং রাজ্যগুলি বর্তমানে কোভিড ডেটা রিপোর্ট প্রকাশ করছে না। শুধু তাই নয়, কোভিড ল্যাবের সংখ্যাও কমেছে। বেশিরভাগ মানুষ এবং ডাক্তাররা বাড়িতেই কোভিডের পরীক্ষা করছেন, যা সরকারী পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হচ্ছে না। আমেরিকায় ৬৫ উর্ধ্ব প্রাপ্তবয়স্ক এবং ২ বছরের কম বয়সী শিশুদের এই রোগে আক্রান্তের হার বেশি।

advertisement

আরও পড়ুন: ‘এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন’, জনগণের কাছে আর্জি মমতার

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

করোনার ধ্বংসলীলা দেখেছে গোটা বিশ্ব। যার প্রভাবে ভারতেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। নতুন রূপে এই রোগের প্রত্যাবর্তন ফের বিশ্ববাসীকে নতুন চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। কারণ, এখন সে আর একা নয়, দোসর হিসাবে দেখা দিয়েছে মাঙ্কি পক্সও।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Coronavirus Updates : আমেরিকায় করোনার প্রত্যাবর্তন, মারণ রোগের শিকার বহু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল