টিকা না নেওয়া জনসংখ্যার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার জন্য ‘সর্বোচ্চ জরুরি কোয়ারেন্টাইন সিস্টেম’ সক্রিয় থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ায় এখন প্রতিদিনই প্রচুর সংখ্যক মানুষ কোভিড আক্রান্ত হচ্ছেন। উত্তর কোরিয়া বৃহস্পতিবার জানায়, রাজধানী পিয়ংইয়ংয়ে অত্যন্ত সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট মিলেছে, যার পরেই কিম দেশব্যাপী লকডাউনের আদেশ দেন।
আরও পড়ুন- মর্মান্তিক! গাড়ি দুর্ঘটনায় প্রয়াত অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডস
advertisement
এটিই কোভিডের ক্ষেত্রে সরকারের প্রথম স্বীকারোক্তি এবং মহামারী শুরু হওয়ার পর দুই বছর কেটে গেলেও যে করোনাভাইরাস রোধে যে ব্যর্থ হয়েছে দেশ, তারই প্রমাণ এই প্রাদুর্ভাব। উত্তর কোরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা বিশ্বের অন্যতম খারাপ ব্যবস্থা এবং এখনও কোনও কোভিড ভ্যাকসিন, অ্যান্টিভাইরাল চিকিত্সার ওষুধ বা গণ নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই এই দেশে৷
এর আগে চিন থেকে কোভিড ভ্যাকসিনের প্রস্তাব এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স প্রকল্প প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া। তবে বেইজিং এবং সিওল ফের সাহায্য এবং ভ্যাকসিনের নতুন প্রস্তাব জানিয়েছে।
আরও পড়ুন- বছরের প্রথম চন্দ্রগ্রহণ সোমবার! জেনে নিন কখন, কোথা থেকে দেখা যাবে এই ব্লাড মুন!
কেসিএনএ অবশ্য নির্দিষ্ট করে জানায়নি যে নতুন সংক্রমণ এবং মৃত্যু ঘটা মানুষরা সকলেই কোভিড-১৯ পজিটিভ কী না। তবে বিশেষজ্ঞরা বলছেন, গণহারে পরীক্ষা করাতে গেলে সমস্যায় পড়বে এই দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সতর্ক করেছে, কিম আরও একটি পারমাণবিক পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। তাঁর শাসনামলে এটি হবে সপ্তম পারমাণবিক পরীক্ষা এবং যে কোনও দিন তা ঘটতে পারে।