TRENDING:

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১.৭ কোটি ছাড়াল, মৃত্যুর নিরিখে ইতালিকে টপকে পঞ্চম স্থানে ভারত

Last Updated:

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৩ হাজার ২২৩

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: বিশ্ব জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনও ভাবেই রাশ টানা যাচ্ছে না আক্রান্তের সংখ্যায়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ওয়ার্ল্ডমিটারস কোভিড ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ মিলিয়াম ছড়াল। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ ৮১ হাজার ৬০৮। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৬ হাজার ৮২০। তবে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৯ লক্ষ ৪১ হাজার ৩১৪ জন। আর জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭২ লক্ষ ৯৭ হাজার ২৭৬, সেই সঙ্গে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ লক্ষ ৭৩ হাজার ২২৩।
advertisement

এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৪ লক্ষ ৯৫ হাজার ১৪। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৭০ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৬ লক্ষ ১০ হাজার ১০২ জন, মৃত্যু হয়েছে ৯১ হাজার ২৬৩ জনের। মৃতের নিরিখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ১৬ লক্ষ ৩৪ হাজার ৭৪৬ আর মৃতের সংখ্যা ৩৫ হাজার ৭১৮ জন। ফলে করোনায় মৃতের সংখ্যার নিরিখে ইটালিকে টপকে বিশ্বে পঞ্চম স্থানে উঠে এল ভারত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৮ লক্ষ ৩২ হাজার ৯৯৩ জন মানুষ করোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ১৩ হাজার ৭৭৮ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেখানে মোট ৪ লক্ষ ৮২ হাজার ১৬৯ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ৭ হাজার ৮১২ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে মেক্সিকো। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৬ হাজার ১৭৯ জন ৷ মৃতের সংখ্যা ৪৬,০০০। পেরুতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৮৩ জন, মৃতের সংখ্যা ১৮,৮১৬। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেন। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ৮৪ জন, আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩ হাজার ৯১০।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১.৭ কোটি ছাড়াল, মৃত্যুর নিরিখে ইতালিকে টপকে পঞ্চম স্থানে ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল