TRENDING:

COP28: 'মাটি আমাদের সবাইকে একসঙ্গে জুড়েছে,' COP28-তে বললেন সদগুরু

Last Updated:

COP28: বৃহস্পতিবার এই সম্মেলনে যোগ দিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বাইরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ইউএই, ফ্রান্স, ইতালি, ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। এই সম্মলনে যোগ দিয়েছেন সদগুরুও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: দুবাইয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে আয়োজিত বৈঠকে অংশ নিতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার এই সম্মেলনে যোগ দিতে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর বাইরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, ইউএই, ফ্রান্স, ইতালি, ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। এই সম্মলনে যোগ দিয়েছেন সদগুরুও। সম্মেলনের প্রথম দিন বক্তব্য রাখেন সদগুরু।
COP28-তে বললেন সদগুরু। (Pic Courtesy-Sadhguru/X Account)
COP28-তে বললেন সদগুরু। (Pic Courtesy-Sadhguru/X Account)
advertisement

তিনি সেখানে বলেন, “সবার আগে আমরা যে কোনও কিছু নিয়ে চিন্তা করি এবং তারপর সেটা নিয়ে কথা বলি। আমরা যা করি, তাতে আমাদের আবেগকে নিয়োগ করি। প্যারিসে করা প্রতিশ্রুতিগুলো আমরা আমাদের প্রতিশ্রুতির চেয়ে অনেক দ্রুত পূরণ করছি। এটি আমাদের একটি নির্দিষ্ট নেতৃত্ব দেয়। আফ্রিকান দেশগুলিকে জি ২০-এ নিয়ে আসার ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামী বছরগুলিতে একটি বড় বৃদ্ধির হার আফ্রিকার দেশগুলিতে দেখা যেতে পারে। ভারত ও আফ্রিকা একত্রিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ।”

advertisement

সদগুরু বলেন, “এটা কোনও বিষয় নয় যে আমরা কোথা থেকে এসেছি। তোমরা কী বিশ্বাস করো। আর ভবিষ্যতে কী হবে। আমরা সবাই মাটিতে বসেই খাবার খাই। আবার মৃত্যুর পরে মাটিতেই সমাধি স্থাপন করা হয়। মাটিই আমাদের একসঙ্গে জুড়েছে।”

আরও পড়ুন, শাসক-বিরোধী দলের ধর্না, প্রতিবাদের জের! এবার বিধানসভা চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা স্পিকারের

advertisement

আরও পড়ুন, ‘বোমা রাখা আছে’, পর পর ৬০ স্কুলে বিস্ফোরণের হুমকি মেল, আতঙ্ক-হুড়োহুড়ি-চাঞ্চল্য! স্কুলে বম্ব স্কোয়াড

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো মণ্ডপে মৃৎশিল্প নিয়ে বার্তা! 'হারানো সুর' থিমে নজর কাড়ছে স্বরবর্ণের কালীপুজো
আরও দেখুন

এটি উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও COP 28-এ অংশ নিতে এসেছেন, যেখানে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি এবং জাতিসংঘের প্রধানও তাকে স্বাগত জানিয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু বৈঠকটি বিশ্বের শীর্ষ দশ তেল উত্পাদনকারী সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দ্বারা দুবাইতে আয়োজিত হচ্ছে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও ছাড়াও অন্তত ৭০ হাজার অংশগ্রহণকারী এই সম্মেলনে হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
COP28: 'মাটি আমাদের সবাইকে একসঙ্গে জুড়েছে,' COP28-তে বললেন সদগুরু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল