TRENDING:

সংবাদ মাধ্যমের অফিসে বোমাতঙ্ক, বন্ধ রইল সম্প্রচার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নিউইয়র্ক: নিউইয়র্কে সিএনএন কার্যালয়ে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফোনে অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির এ ঘটনায় সংবাদকর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে সংবাদমাধ্যমটির বার্তাকক্ষে সতর্ক সংকেত বাজানো হয়।
advertisement

খবরে বলা হয়, বোমা আতঙ্কে কোম্পানির কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত শো ‘সিএনএন নাইট’ প্রচার বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: হিরে দিয়ে মোড়া গোটা বিমান ! ছবি সামনে আসতেই হইচই

সংবাদমাধ্যমটির সাংবাদিক ও সিএনএন নাইটের উপস্থাপক ডন লেমন বলেন, ‘‘অফিস খালি করতে বলা হয়েছিল ৷ এবং তা যত তাড়াতাড়ি সম্ভব। যা পেরেছি তা নিয়েই আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা ভবনের বাইরে দাঁড়িয়ে রয়েছি ৷ ২’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন নিউইর্য়ক পুলিশের সদস্যরা। অফিসটিকে ঘিরে রেখে সেখানে থাকা মানুষকে নিরাপদে বের করে আনছেন তাঁরা।

বাংলা খবর/ খবর/বিদেশ/
সংবাদ মাধ্যমের অফিসে বোমাতঙ্ক, বন্ধ রইল সম্প্রচার