বর্তমানে আমেরিকার বাসিন্দা ভারতীয় নাগরিক পেমা ওয়াংজম থনডক নামে এক মহিলা চিনের শাংহাই বিমানবন্দরে তাঁকে ১৮ ঘণ্টা আটকে রেখে হয়রানির অভিযোগ তোলেন৷ ওই মহিলার অভিযোগ, গত ২১ নভেম্বর আমেরিকা থেকে জাপান যাচ্ছিলেন তিনি৷ সেই সময় শাংহাইেয়র পুডং বিমানবন্দরে বিমান বদলের সময় চিনা অভিবাসন দফতরের অফিসাররা তাঁর ভারতীয় পাসপোর্টকে ভুয়ো বলে দাবি করেন৷ কারণ পেমা ওয়াংজম থনডক নামে ওই মহিলার জন্মস্থান হিসেবে অরুণাচল প্রদেশের কথা উল্লেখ করা ছিল৷
advertisement
এই ঘটনা খবরের শিরোনামে আসার পর মঙ্গলবার প্রতিক্রিয়া দিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং৷ চিন কোনওদিন অরুণাচল প্রদেশকে ভারতের অঙ্গরাজ্য হিসেবে মানতে চায়নি৷ ওই অঞ্চলকে জাংনান হিসেবে মানে তারা৷ নিজেদের সেই অবস্থান জারি রেখেই চিনা মুখপাত্র এ দিন বলেন, ‘জাংনান চিনের অংশ৷ চিনা কর্তৃপক্ষ কোনও দিনই ভারতের দ্বারা বেআইনি ভাবে গঠন করা তথাকথিত অরুণাচল প্রদেশকে মান্যতা দেয়নি৷’
একই সঙ্গে ভারতীয় ওই তরুণী শাংহাই বিমানবন্দরে হয়রানির যে অভিযোগ তুলেছেন, তাকেও মানতে চাননি চিনা সরকারের ওই মুখপাত্র৷ তাঁর দাবি, চিনা আধিকারিকরা যা করেছেন, তা দেশের আইন মেনেই করা হয়েছে৷ শুধু তাই নয়, ওই ভারতীয় মহিলা যে হেনস্থার অভিযোগ তুলেছেন, তাও অস্বীকার করেছেন চিনা মুখপাত্র৷ এমন কি, মহিলার উপরে কোনও ধরনের জোরাজুরি অথবা দুর্ব্যবহার করা হয়নি বলেও দাবি করেছেন তিনি৷ বিমানসংস্থার পক্ষ থেকে ওই ভারতীয় মহিলাকে প্রয়োজনীয় খাবার এবং অন্যান্য সুবিধাও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র৷
যদিও কূটনৈতিক ভাবে এই ঘটনার প্রতিবাদ করেছে ভারত৷ বেজিংয়ের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এবং নয়াদিল্লির পক্ষ থেকেও ঘটনার প্রতিবাদ করা হয়েছে৷ ভারতীয় আধিকারিকরা স্পষ্ট জানিয়েছেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সেখানকার বাসিন্দারা ভারতীয় পাসপোর্ট রাখা এবং তা নিয়ে যাত্রা করার অধিকারী৷
পেমা ওয়াংজম থনডক নামে ওই মহিলাকে আটকে রাখার খবর পেয়েই শাংহাইয়ের ভারতীয় দূতাবাস হস্তক্ষেপ করে এবং গভীর রাতের একটি বিমানে তাঁর চিন ছাডা়র ব্যবস্থা করা হয়৷ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু৷ এই ঘটনাকে আন্তর্জাতিক রীতি ভঙ্গ এবং ভারতীয় নাগরিকদের সম্মানহানির হিসেবে উল্লেখ করেছেন অরুণাচলের মুখ্যমন্ত্রী৷
