TRENDING:

China Plane Crash: বীভৎস! আকাশ থেকে সোজা মাটিতে হু হু করে নামছে প্লেন, ধ্বংসের ভয়াবহ ভিডিও সামনে

Last Updated:

দেখে নিন চিনা প্লেন ধ্বংসের মুহূ্র্তের ভিডিও (China Plane Crash Video) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: চিনে এক বিশাল বড় প্লেন অ্যাক্সিডেন্টের খবর সামনে এসেছে৷ চিনে বোয়িং ৭৩৭ এয়ারক্রাফট ভেঙে পড়েছে (China Plane Crash) ৷ প্লেনটির একাধিক ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ তবে সবচেয়ে ভয়াবহ ভিডিও সামনে এসেছে তা দেখে আতঙ্কে শিউড়ে উঠছেন দর্শকরা৷
china plane crash: Shocking video shows china eastern passenger plane nosedive in final seconds- Photo Courtesy- Twitter
china plane crash: Shocking video shows china eastern passenger plane nosedive in final seconds- Photo Courtesy- Twitter
advertisement

চিনা বিমানটি ধ্বংসের (China Plane Crash) ৷  সময় সোজা অর্থাৎ সরাসরি উল্লম্ব ভাবে প্লেনটি গোঁৎ করে মাটির দিক লক্ষ্য করে হুহু করে নেমে আসছিল৷

দেখে নিন চিনা প্লেন ধ্বংসের মুহূ্র্তের ভিডিও (China Plane Crash Video) ৷

advertisement

অ্যাক্সিডেন্টের সময় সেই বোয়িং ৭৩৭ -এ মোট ১৩৩ জন যাত্রী ছিলেন৷ চিনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ি এই দুর্ঘটনা দক্ষিণ চিন সাগরে হয়েছে৷ অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা গিয়েছে  বা কতজন আহত হয়েছ তা নিয়ে কোনও তথ্য সামনে আসেনি৷

আরও পড়ুন -স্বামীর সঙ্গে রঙ খেলার সময়েই তুমুল ঝগড়া! অঙ্কিতা লোখন্ডে ও ভিকি জৈনের ভিডিও ভাইরাল

advertisement

এই ভয়ানক বিমান দুর্ঘটনার পরেই যে জঙ্গলে বিমানটি গিয়ে পড়ে সেখানে ভয়াবহ আগুন লেগে যাওয়ার ভিডিওও সামনে এসেছে৷

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ি চায়না ইস্টার্ন ফ্লাইট MU5735 বিমানবন্দরের কর্মচারীরা হবালা দিতে গিয়ে সোমবার দুপুরে ১টা-র সময় কুনমিংগ শহর থেকে বিমান উড়ান শুরুর পর গুয়াংঝাউতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারেনি৷ সেখানে উদ্ধারকারী দল পৌঁছে যায়৷

চিনা সংবাদমাধ্যম অনুযায়ি MU 5735 প্লেম দক্ষিণ পশ্চিম চিনের ইউনান প্রদেশের Kunming শহরের Changshui এয়ারপোর্ট থেকে উড়ান শুরু করে৷ স্থানীয় সময় ৩টা অবধি Guangdong প্রান্ত থেকে Guangzhou পৌঁছনোর ছিল৷ কিন্তু এর আগে এই অ্যাক্সিডেন্ট হয়ে যায়৷ যেখানে এই অ্যাক্সিডেন্ট হয় সেখানে খারাপ ভাবে আগুন লেগে যায়৷

সেরা ভিডিও

আরও দেখুন
পড়ুয়াদের তৈরি খাবার নিয়ে ফুড ফেস্টভ্যাল স্কুলে, চিকেন ফুচকা থেকে কোল্ড কফি সব আছে
আরও দেখুন

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে যা খবর হচ্ছে তাতে মৃত্যুর সংখ্যা প্রচুর হয়েছে৷ বলার যে বোয়িং ৭৩৭ মডেলের বিমান এর আগেও এরকম দুর্ঘটনার মুখোমুখি হয়েছে৷ যা বিমান অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে তা মাত্র সাড়ে ছ বছরের পুরনো বিমান৷ জুনের ২০১৫ তে এয়ারলাইন্স এই বিমানটি নিয়েছে৷  MU 5735 তে মোট ১৬২ টি সিট ছিল৷ তারমধ্যে ১২ টি বিজনেস ক্লাস ও ১৫০ টি ইকনমি ক্লাসের সিট রয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
China Plane Crash: বীভৎস! আকাশ থেকে সোজা মাটিতে হু হু করে নামছে প্লেন, ধ্বংসের ভয়াবহ ভিডিও সামনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল