মাসুদ আজহারকে গ্লোবাল টেররিস্ট তকমা দিতে রাষ্ট্রসঙ্ঘের উপর চাপ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স৷ মাসুদকে জঙ্গি ঘোষণা করতে বৈঠকে বসতে চলেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। তবে এই বিষয়ে আবারও বাধ সাধতে পারে চিন, এমনই ইঙ্গিত মিলেছে ।
চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু কাং সংবাদমাধ্যমকে জানিয়েছেন চিন বরাবরই দায়িত্বপূর্ণ মতামত দেবে ও সেই আচরণকে অবলম্বন করেই এই বৈঠকে অংশগ্রহণ করতে চলেছে বেজিং। মাসুদ আজহারকে আন্তর্জাতিক স্তরে জঙ্গি তকমা দেওয়ার বিরোধিতা আগেও করে এসেছে চিন। পাশাপাশি কাংয়ের মতে যে সিদ্ধান্ত সকলের জন্য গ্রহণযোগ্য হবে একমাত্র সেই পথেই হাঁটবে চিন ।
advertisement
সম্প্রতি চিনের উপ-বিদেশমন্ত্রী কং জুনাও পাকিস্তান সফরে গিয়ে পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করেছিলেন ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2019 4:11 PM IST