TRENDING:

Viral Video: স্ত্রীকে পিটিয়ে খুন, চুলের মুঠি ধরে মুখে ঘুষি-লাথি! কাজাখস্তানের প্রাক্তন মন্ত্রীর হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে

Last Updated:

Viral Video: এক আত্মীয়ের হোটেলে স্ত্রী সালতানাত নুকেনোভার (৩১) উপর বিশিমবায়েভের অত্যাচারের ৮ ঘণ্টার সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে আদালতে। প্রথমবার অনলাইনে দেখানো হচ্ছে গোটা শুনানি। আদালতের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কাজাখস্তানের ১৯ মিলিয়ন মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আস্তানা: স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে কাজাখস্তানের প্রাক্তন অর্থমন্ত্রী এবং ব্যবসায়ী কুয়ান্দিক বিশিমবায়েভের বিরুদ্ধে। এই নিয়ে উত্তাল গোটা দেশ। গার্হস্থ্য হিংসা রোধে নতুন আইনের দাবি তুলছেন অনেকেই।
কাজাখস্তানের প্রাক্তন মন্ত্রীর হাড় হিম করা ভিডিও প্রকাশ্যে (Photos: AP)
কাজাখস্তানের প্রাক্তন মন্ত্রীর হাড় হিম করা ভিডিও প্রকাশ্যে (Photos: AP)
advertisement

সম্প্রতি এক আত্মীয়ের হোটেলে স্ত্রী সালতানাত নুকেনোভার (৩১) উপর বিশিমবায়েভের অত্যাচারের ৮ ঘণ্টার সিসিটিভি ফুটেজ জমা দেওয়া হয়েছে আদালতে। প্রথমবার অনলাইনে দেখানো হচ্ছে গোটা শুনানি। আদালতের রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কাজাখস্তানের ১৯ মিলিয়ন মানুষ।

কুয়ান্দিক বিশিমবায়েভ চার সন্তানের পিতা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, স্ত্রীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন বিশিমবায়েভ। উপুর্যপুরি লাথি, ঘুষি মারছেন। কয়েক ঘণ্টা পর মস্তিষ্কের আঘাতে মৃত্যু হয় সালতানাত নুকেনোভার। মৃতদেহের চুল ধরে টেনে হিঁচড়ে অন্য একটি ঘরে নিয়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে।

advertisement

আরও পড়ুন-     শৈশবে চরম কষ্ট, বাবা দেননি মেয়ের মর্যাদা, পড়াশোনা ছেড়ে চলচ্চিত্রে এসেই বলিউডের এভারগ্রীন তিনি, বলুন তো মায়ের কোলে ‘এই’ শিশুটি কে?

শুনানির সময় আইনজীবী বলেন, সালতানাত ভয়ে বাথরুমে লুকিয়ে পড়েছিলেন। তখন বিশিমবায়েভ দরজা ভেঙে তাঁকে বের করে এনে ফের পেটাতে শুরু করেন। বাথরুম থেকে হিঁচড়ে বের করেই স্ত্রীর গলা টিপে ধরেন প্রাক্তন মন্ত্রী। জ্ঞান হারান সালতানাত। এ কথাও জানিয়েছেন তিনি।

advertisement

মারধরের পর রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল সালতানাতের দেহ। সেই সময় স্ত্রীর পরিণতি জানতে এক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করেন বিশিমবায়েভ। প্রায় ১২ ঘণ্টা পর চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-  সদ্যোজাত শিশুর কি AC-তে ঘুমানো উচিত? ৯০% বাবা-মায়েরা এই ভুলটাই করে, এখনই সতর্ক না হলে ঘনঘন অসুস্থ হবে আপনার সন্তান

advertisement

ঠিক কী হয়েছে: প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে উত্তপ্ত মধ্য এশিয়ার দেশ। গার্হস্থ্য হিংসার জন্য কঠোর আইনের দাবি জানিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন হাজার হাজার মানুষ। এরপর ১১ এপ্রিল সে দেশের সংসদে পাশ হয় স্ত্রী নির্যাতন বিল। চারদিন পর তাতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি কাসিম জোমার্ট টোকায়েভ। সালতানাত নুকেনোভার স্মৃতিতে এই আইনের নাম দেওয়া হয়েছে ‘সালতানাত ল’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রসঙ্গত, ৪৪ বছর বয়সী বিশিমবায়েভ পশ্চিমা শিক্ষায় শিক্ষিত নাজারবায়েভ সরকারের তরুণ তুর্কি হিসেবে পরিচিত ছিলেন। তবে ২০১৮ সালে ঘুষ নেওয়ার অভিযোগে তাঁর ১০ বছরের জেল হয়। তবে ২ বছরেরও কম সময়ে ছাড়া পেয়ে যান তিনি।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Viral Video: স্ত্রীকে পিটিয়ে খুন, চুলের মুঠি ধরে মুখে ঘুষি-লাথি! কাজাখস্তানের প্রাক্তন মন্ত্রীর হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল