TRENDING:

British Royal Guard: ধাক্কা দিয়ে ফেলে বালকের উপর দিয়েই রানির রক্ষীদের টহল! ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া

Last Updated:

British Royal Guard: ভিডিও দেখে স্তম্ভিত নেটদুনিয়া

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : এক বালককে ধাক্কা দিয়ে ফেলে তার উপর দিয়ে মার্চ করে চলে গেল ব্রিটিশ রানির নিরাপত্তারক্ষীরা (British Royal Guard)! এই ভিডিও দেখে স্তম্ভিত নেটদুনিয়া৷ ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে টাওয়ার অব লন্ডনের (Tower of London) দিকে মার্চ করে এগিয়ে যাচ্ছেন রাজবাহিনীর দু’জন রক্ষী৷ তাঁদের পরনে ঐতিহ্যবাহী ধূসর ইউনিফর্ম এবং মাথায় আইকনিক বেয়ারস্কিন ক্যাপ (Child knocked over by queen’s guard near Tower of London )৷
advertisement

আশেপাশে কিছু দর্শনার্থী ছড়িয়ে ছিটিয়ে দেখছিলেন তাঁদের টহল৷ আচমকাই দুই রক্ষীর মধ্যে একজনের ধাক্কায় পড়ে যায় এক বালক৷ সেও মায়ের হাত ধরে তাঁদের টহল দেখছিল৷ কিন্তু তার দিকে ভ্রূক্ষেপও না করে কার্যত তার উপর দিয়েই মার্চ পাস্ট করে চলে যায় ব্রিটিশ রাজবাহিনীর ওই রক্ষী৷ যদিও ভূপতিত ছেলেটি ধুলো ঝেড়ে উঠে দাঁড়ায় সঙ্গে সঙ্গেই৷ তার যে আঘাত লাগেনি, দেখেই বোঝা যায়৷ কিন্তু সে পড়ে যাওয়া মাত্র চিৎকার করে উঠেছিল উপস্থিত দর্শনার্থীরা৷

advertisement

আরও পড়ুন : বড়দিনে মোড়ক রাংতা-সহ 6 প্যাকেট চকোলেট খেয়ে রক্তবমি, জটিল অস্ত্রোপচারে নতুন জীবন পোষ্য সারমেয়র

ভিডিওটি প্রথমে টিকটক-এ শেয়ার করা হয়েছিল৷ সেখান থেকে এটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমের অন্য মঞ্চে৷ ট্যুইটারে এটি ২ মিলিয়ন বারেরও বেশি বার দেখা হয়েছে৷ ভিডিও ঘিরে বিভক্ত নেটিজেনরা৷ কারও মতে, ছেলেটি এবং তার মায়ের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল৷ কেউ মনে করছেন, প্রোটোকল ভেঙে এক বার অন্তত ছেলেটির কাছে আসতে পারতেন ওই রক্ষী৷ অন্যদিকে, কারওর মত, কোনওদিকে ভ্রূক্ষেপ না করে নিজের দায়িত্ব পালনের প্রোটোকলের প্রতি দায়বদ্ধ ওই রক্ষী৷

advertisement

আরও পড়ুন : সুনামির মতো স্বাস্থ্য ব্যবস্থাকে আঘাত করবে ওমিক্রন, চরম সতর্কবার্তা হু-এর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে পরে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই রক্ষী রুটিন টহলের পরে ছেলেটির কাছে গিয়ে তার খবর নেন৷ তবে তাদের দাবি, নিয়মমাফিক টহল শুরুর আগে রক্ষীরা সতর্ক করেছিলেন উপস্থিত জনতাকে৷ কিন্তু কোনওভাবে ছেলেটিই তাঁদের সামনে এসে পড়ে৷ তাকে আঘাত না দিয়ে টহল দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের৷ পরে তার কাছে গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং ছেলেটি সম্পূর্ণ সুস্থ আছে বলে দাবি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
British Royal Guard: ধাক্কা দিয়ে ফেলে বালকের উপর দিয়েই রানির রক্ষীদের টহল! ভিডিও দেখে হতবাক নেটদুনিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল