TRENDING:

স্মার্টফোন ডেকে আনল মৃত্যু! চার্জ দেওয়ার সময় মোবাইল ফেটে মারা গেলেন সরকারি আধিকারিক

Last Updated:

স্মার্টফোন ডেকে আনল মৃত্যু! চার্জ দেওয়ার সময় মোবাইল ফেটে মারা গেলেন সরকারি আধিকারিক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মালয়েশিয়া: যে স্মার্টফোন আমাদের নিত্যদিনের সঙ্গী, যে স্মার্টফোন ছাড়া আমরা একমুহূর্ত কাটানোর কথা ভাবতেই পারিনা, সেই স্মার্টফোনই ডেকে আনল মৃত্যু! চার্জ দেওয়ার সময়ে, স্মার্টফোন বিস্ফোরণে মৃত্যু হল মালয়েশিয়ার একটি সরকারি সংস্থার সিইও নাজরিন হাসানের। অর্থমন্ত্রকের অধীনস্থ সংস্থা ক্র্যাডল ফান্ড- এর সিও ছিলেন নাজরিন। স্মার্টফোন ফেটে তাঁর বেডরুমেও আগুন ধরে যায়।
advertisement

জানা গিয়েছে, নাজরিন হাসান দু'টি স্মার্টফোন ব্যবহার করতেন। একটি ব্ল্যাকবেরি ও একটি হুয়াওয়েই। যখন বিস্ফোরণ হয়, তখন দুটি ফোনই চার্জে বসানো ছিল। প্রাথমিক তদন্তের পর, পুলিশ ও নাজরিনের পরিবারের সদস্যদের মতামত অবশ্য ভিন্ন!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নাজরিনের শ্যালক জানিয়েছেন, যে মোবাইলটি ফেটে যায়, তার একটি অংশ হাসিনের মাথায় লাগে। আর তার ফলেই, 'ব্লান্ট ট্রমা' হয়ে মৃত্যু হয় নাজরিনের। কিন্তু, পুলিশের মত, মোবাইল ফেটে ঘরে আগুন ছড়িয়ে পড়ে, আর সেই ধোঁয়ায়ই দমবন্ধ হয়ে মারা যান নাজরিন হাসান।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
স্মার্টফোন ডেকে আনল মৃত্যু! চার্জ দেওয়ার সময় মোবাইল ফেটে মারা গেলেন সরকারি আধিকারিক