আরও পড়ুন-কী কাণ্ড ! বয়ফ্রেন্ড তাঁকে চুমু খান না... এই অভিযোগ জানাতে সোজা পুলিশকে ফোন তরুণীর
মানুষের মাংস খেলে নাকি তার মাথার রোগ সারবে ৷ এই ধারণা থেকেই মানুষ খুন করা শুরু করেছিল ওই ব্যক্তি ! হ্যা, শুনেই গা কাঁটা দেওয়ার মতো ঘটনা ৷ ঠিক এমন ঘটনাই ঘটেছে মার্কিন মুলূকে ৷ যদিও খুব বেশি দিন এই কাজ চালাতে পারেনি সে ৷ পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে ৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার ইদাহোরে ৷
advertisement
ডেইলি বিস্টের খবর অনুযায়ী পুলিশ জানিয়েছে, ডেভিড ফ্ল্যাগেট নামের এক ৭০ বছর বয়সী বৃদ্ধ হঠাৎই নিখোঁজ হয়ে যান ৷ তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত জেমস ডেভিড রাসেলের বাড়িতে ওই বৃদ্ধের দেহাবশেষ খুঁজে পায় ৷ পরে তল্লাশি চালিয়ে ডেভিডের মৃতদেহ ওই বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ ৷ ডেভিডের হাত-পা বাঁধা ছিল ৷ এবং শরীরের বেশ কিছু অংশ পাওয়া যায়নি ৷ এরপরেই জিজ্ঞাসাবাদের পর কেন এই কাজ সে করেছে, তা জানায় রাসেল ৷ বাড়ির বাইরে একটি গাড়ির মধ্যে রাখা ছিল মৃতদেহ ৷
পুলিশ জানিয়েছে, রাসেলের প্রতি সন্দেহ হওয়ায় তার ঘরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে রক্তমাখা ছুরি এবং বেশ কয়েকটি পাত্র উদ্ধার হয়েছে। রাসেল এর আগে আরও কাউকে খুন করেছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।