TRENDING:

Justin Trudeau Separation: ১৮ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর

Last Updated:

Justin Trudeau Separation: ১৮ বছর দাম্পত্যের পর বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাষ্ট্রনায়কের পাশাপাশি জাস্টিন ট্রুডোর আদ্যন্ত পারিবারিক ভাবমূর্তিও খুব জনপ্রিয় ছিল বিশ্বের জনমানসে৷ সেই ছবি ভেঙে পড়ল তাসের ঘরের মতো৷ ১৮ বছর দাম্পত্যের পর বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী৷ তিনি এবং সোফি বুধবার আইনি চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন৷ তাঁদের দীর্ঘ দাম্পত্যে ইতি টানল এই স্বাক্ষর৷
১৮ বছর দাম্পত্যের পর বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী
১৮ বছর দাম্পত্যের পর বিয়ে ভাঙার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী
advertisement

সামাজিক মাধ্যমে ট্রুডো লিখেছেন ‘‘সোফি এবং আমি জানাতে চাই যে বহু অর্থবহ এবং জটিল সংলাপের পর আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷ আমরা যেরকম দুজনের প্রতি গভীর ভালবাসা ও শ্রদ্ধা নিয়ে একটি পরিবারে ছিলাম এবং যা কিছু সৃষ্টিশীল কাজ করেছি, সেরকম কাজ করে যাব৷ আমাদের সন্তানদের স্বার্থে আপনাদের কাছে অনুরোধ, আমাদের দুজনের এবং সন্তানদের ব্যক্তিগত পরিসরকে যেন সম্মান করা হয়৷’’

advertisement

বিবাহ বিচ্ছেদের পথে সব ধরনের আইনি এবং নৈতিক পদক্ষেপ তাঁরা করবেন বলে জানানো হয়েছে৷ ৫১ বছর বয়সি ট্রুডো এবং ৪৮ বছরের সোফি বিয়ে করেছিলেন ২০০৫ সালে৷ তাঁদের সন্তান তিন জন৷ বিবৃতিতে আরও জানানো হয়েছে প্রধানমন্ত্রী ট্রুডো এবং সোফি দুজনেই তাঁদের সন্তানদের নিরাপদ সুরক্ষিত এবং সহায়ক পরিবেশে বড় করতে তুলতে বদ্ধ পরিকর৷ দাম্পত্য ভেঙে গেলেও সন্তানদের নিয়ে একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন ট্রুডো এবং সোফি৷

advertisement

সোফি গ্রগরি ছিলেন ট্রুডোর ছোটবেলার বান্ধবী ৷ ভাই মিশেলে সূত্রে সোফির সঙ্গে আলাপ ৷ তাঁদের শৈশব কেটেছে কানাডার মন্ট্রিল প্রদেশে ৷ দীর্ঘদিন পরে দুজনের আলাপ ২০০৩ সালে জুন মাসে ৷ সোফি তখন টেলিভিশনের সঞ্চালিকা ৷ ট্রুডো রাজনীতিক ৷ একটি চ্যারিটি শো-এ তাঁদের আবার আলাপ ৷ কয়েক মাস পর থেকে শুরু ঘনিষ্ঠ মেলামেশা ৷ এক বছর প্রেমপর্বের পরে ২০০৩-এর অক্টোবরে বাগদান এবং তার পরের বছর মে মাসে বিয়ে ৷

advertisement

তাঁদের বড় ছেলে জেভিয়ারের জন্ম হয় ২০০৭ সালে ৷ দু বছর পর সংসারে আসে নতুন অতিথি, কন্যা এলা গ্রেস ৷ ছোট ছেলে হ্যাডরিয়েনের জন্ম ২০১৪-এ ৷ লিবারাল পার্টির নেতা ট্রুডো ২০১৫ সালের নভেম্বরে কানাডার ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Justin Trudeau Separation: ১৮ বছরের দাম্পত্যে ইতি, বিয়ে ভাঙছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল