TRENDING:

Canada News: পড়াশোনা করতে কানাডা যাওয়ার প্ল্যান করছেন? কঠিন সিদ্ধান্ত নিল ট্রুডোর সরকার

Last Updated:

Canada News: পড়াশোনা করতে আসা বিদেশী শিক্ষার্থীদের সংখ্যার হার কমানো হবে বলে জানিয়েছে কানাডা সরকার৷ ওয়ার্ক পারমিটের ব্যাপারটিও আরও কঠিন হাতে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ওট্টাওয়া: কানাডা সরকারের তরফ থেকে বিশেষ ঘোষণা। জানানো হয়েছে এবার তারা কানাডায় পড়াশোনা করতে আসা বিদেশী শিক্ষার্থীদের সংখ্যার হার আরও কমিয়ে দেবে৷ অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমাতে ওয়ার্ক পারমিটের ব্যাপারটিও আরও কঠিন হাতে নিয়ন্ত্রণ করা হবে বলে খবর।
আরও কঠিন হচ্ছে কানাডা সরকার।
আরও কঠিন হচ্ছে কানাডা সরকার।
advertisement

দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই প্রসঙ্গে মুখ খুলেছেন৷ জানা গিয়েছে, দেশে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে৷ যার মধ্যে অন্যতম বিদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে দেওয়া৷ বুধবার যে পরিবর্তনগুলির কথা ঘোষণা করা হয়েছে সেগুলি ২০২৫ সাল থেকেই কার্যকর হবে৷ আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা কমিয়ে ৪৩৭,০০০-এ নামিয়ে দেওয়া হবে। কানাডায় ২০২৩ সালে স্টাডি পারমিটের সংখ্যা ছিল ৫০৯,৩৯০। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী ২০৪ সালের প্রথম সাত মাসে সেই সংখ্যাটা দাঁড়িয়ে আছে ১৭৫,৯২০-তে।

advertisement

আরও পড়ুন : ‘ফল ভুগতে হবে’…পেজারের পর ওয়াকি-টকি, পর পর বিস্ফোরণে হুঙ্কার হিজবুল্লার,হামলার নেপথ্যে কী ইজরায়েল? ভাইরাল ভিডিও

ট্রুডো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন, “আমরা এই বছর ৩৫% কম আন্তর্জাতিক ছাত্রদের অনুমতি দিচ্ছি। পরের বছর, এই সংখ্যা আরও ১০% কমিয়ে দেওয়া হবে। আমাদের অর্থনীতির জন্য অভিবাসনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ৷ তবে অনেকেই আমাদের সিস্টেমের সুযোগ নিয়ে অনেক খারার কাজ করছে৷ বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা এখানে বেশি৷ তাই আমরা সিস্টেমে এবার বদল আনছি, কারণ এটা না করলে দেশের ক্ষতি হতে পারে।”

advertisement

আরও পড়ুন : লেবাননে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! কী এই ‘Pager’ বিষ্ফোরণ, জেনে নিন

কানাডায় এই সিস্টেমে আমূল পরিবর্তনের প্রভাব এবার পড়তে চলেছে বিদেশী কর্মীদের ক্ষেত্রেও৷ স্বামী-স্ত্রীর ওয়ার্ক পারমিটের ব্যবস্থাকেও এবার সীমিত করা হবে৷ ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার এক বিবৃতিতে বলেছেন, “এমন অনেকেই আছে যারা কানাডায় ঘুরতে আসতে চান৷ তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা তেমন কিছু হবে না৷ তবে যারা এখানে কাজ করতে বা পাকাপাকিভাবে থাকতে আসছিলেন তাদের ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে৷ সবাই আর সেই সুযোগ পাবেন না৷” সরকার ইতিমধ্যেই অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশে এ নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। এপ্রিলে এটি ছিল ৬.৮ শতাংশ।

advertisement

মিলার আরও জানিয়েছেন, অভিবাসনের সংখ্যা কমালেই যে কানাডার আর্থিক -সামাজিক অবস্থার উন্নতি হবে, তা নয়৷ যাঁরা কাজ করছেন, তাঁরা প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পাচ্ছেন কি না সেটাও দেখার৷ এবং সেটা সম্ভব শুধুমাত্র প্রত্যেককে পাকাপাকিভাবে দেশে থেকে কাজ করার সুবিধা দেওয়া হলে৷ কানাডার অর্থনীতিবিদ আরমাইন ইয়ালনিঝেয়ান জানিয়েছেন, দেশে অভিবাসন ব্যবস্থায় কাটছাট করলে সেটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা প্রভাব ফেলবে৷ তাই ব্যাপারটা নিয়ে তরিঘরি সিদ্ধান্ত নিয়ে লাভ নেই৷ কী ভাবে সমস্যার সমাধান করা সম্ভব সেটাও ভাবতে হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

কানাডা সরকারের তরফে এমন সিদ্ধান্তের পিছনে আরও একটি কারণের কথা বলা হয়েছে৷ এটাই যে, বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট বা চাকরীপ্রার্থীরা আসায় সেটা দেশের সামাজিক পরিকাঠামোকেও কঠিন পরীক্ষার সামনে ফেলছে৷ স্থানীয় মানুষের হাতে সেই ভাবে অর্থ বা কাজ নেই, কিন্তু জীবনধারণের খরচ বেড়ে গিয়ে একধাক্কায় অনেকটা৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Canada News: পড়াশোনা করতে কানাডা যাওয়ার প্ল্যান করছেন? কঠিন সিদ্ধান্ত নিল ট্রুডোর সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল