ঘটনা মেক্সিকোর। সম্প্রতি সেখানে মাদক কারবারে জড়িত বিখ্যাত মাফিয়ার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। তার পরেই মেক্সিকোরে বিভিন্ন এলাকা জুড়ে হিংসাত্মক ঘটনার খবর সামনে এসেছে। ৪২ বছর বয়সী টেলেজ ক্রিসমাসের ছুটি কাটানোর জন্য অনেক কষ্টে এয়ারপোর্টে পৌঁছান। বিমানে উঠতেই শুরু হয় বিপত্তি। টেলেজের দাবি, বিমানবন্দরের বাইরে থেকে গুলির শব্দ আসছিল। সেই সময়ে একটি গুলি এসে বিমানে লাগে। তার পরেই যাত্রীরা আতঙ্কিত হয়ে যান।
advertisement
টেলেজের দাবি, তিনি এয়ারপোর্টে থাকা বাকি বিমানগুলির ভিডিও করছিলেন। সেই সময়ে আচমকা গুলির শব্দ শোনা যায়। তার পরেই বিমানে থাকা যাত্রীরা আতঙ্কে লুকিয়ে পড়তে থাকেন। ইতিমধ্যে ঘটনার ভিডিও সামনে এসেছে। সেখানে যাত্রীদের সিটের তলায় লুকোতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন, ‘ওঁরা বয়স্ক এই শীতে ওঁদের খাট দেওয়া হোক’’জেলে পার্থ চট্টোপাধ্যায়দের জন্য খাট চাইলেন আইনজীবী
আরও পড়ুন, বড় খবর! ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কাঁপল দিল্লিও
পরে দেখা যায়, বিমানের ইঞ্জিনের খুব কাজে গুলিটি লেগেছে। এর পরেই সাবধানতার জন্য বিমান যাত্রীদের বের নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিমানে গুলি লাগায় বড় কোনও দুর্ঘটনা হতে পারে। কারা সেই সময়ে বিমানটিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।