TRENDING:

কফিন থেকে মৃতদেহ বের করে উদ্দাম সেক্স! ৬ বছরের জেল যুবকের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: দিনের পর দিন ৷ কবরখানায় ঢুকে পড়ত বছর ২৩-এর কাসিম ৷ আর কবরখানায় ঢুকেই কফিন খুলে দেখত কোনটিতে মহিলাদের মৃতদেহ রয়েছে ৷ এমনই তিনটি কফিন খুলে তিনটি মহিলা মৃতদেহ’র সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়েছিল ৷ এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল ৷
advertisement

এ বার সেই ঘটনায় ২৩ বছরের কাসিমকে ৬ বছরের কারাদন্ড দিলেন বিচারক ৷ ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বারমিংহ্যাম শহরে। বারমিংহ্যাম আদালতের বিচারক মেলবোর্ন ইনম্যান রায়ে বলেছেন, মদ্যপ এবং গাঁজার নেশায় আসক্ত অবস্থায় ওই কবরস্থানে ঢুকে তিনটি কফিন খুলে তার ভিতরে রাখা তিন মহিলার মৃতদেহের সঙ্গে সঙ্গম করেছিল কাসিম। তাছাড়া আরও নয়টি কফিন ভাঙচুর করেছিল চুরির উদ্দেশ্যে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ওই ঘটনা মানবিকতার জঘন্যতম অপরাধের মধ্যে গণ্য হবে বলেও রায়ে বলেছেন বিচারক। কাসিম নিজে আদালতে দোষ স্বীকার করে। তার আইনজীবীও বলেন তাঁর মক্কেল নিজের কৃতকার্যের জন্য অত্যন্ত দুঃখিত।

বাংলা খবর/ খবর/বিদেশ/
কফিন থেকে মৃতদেহ বের করে উদ্দাম সেক্স! ৬ বছরের জেল যুবকের