শুধুই ব্রিটেনই নয় সারা পৃথিবী কাঁপাচ্ছে এই মারণ ভাইরাস আমেরিকা থেকে ইতালি, স্পেন থেকে আয়ারল্যান্ড প্রতিদিনই আতঙ্কে থাকতে হচ্ছে কখন খারাপ খবরটি আসবে এই মুহূর্তেই আমেরিকায় মৃতের সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে ৷ করোনায় আক্রান্তের সংখ্যাও ২ লক্ষেরও বেশি ৷ এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সবাইকে একযোগে লড়তে হচ্ছে ৷
advertisement
প্রাণঘাতি ভাইরাসের কবলে পড়েছে গোটা বিশ্ব এই মুহূর্তে বিশ্বের বেশ কিছুটা জায়গা জুড়েই করোনা ভাইরাসের দাপট দেখতে পাওয়া যাচ্ছে ৷ প্রতিটি ক্ষেত্রেই যেন এক নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সবাইকে ৷ করোনার ছোবলে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের তাবড় তাবড় মানুষ ৷ ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের স্বাস্থ্য সচিব থেকে শুরু করে একাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তবে সব থেকে খুশির খবর ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যা নিঃসন্দেহেই একটি বড় খবর ৷