আরও পড়ুন- অন্ধকারের অবসান! বিদ্যুতের আলো জ্বলল রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মুর গ্রামে!
স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সশস্ত্র সামরিক বাহিনী পাশমারগাসে যোগদানের পর দো ভ্যালে স্নাইপার প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি বিভিন্ন এনজিওর সঙ্গে পশু উদ্ধারেও অংশ নিয়েছিলেন। অন্যদিকে, দোনেৎস্ক অঞ্চল নিয়ন্ত্রণের জন্য ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রুশ সেনাদের প্রচণ্ড লড়াই চলছে। প্রতিবেশী প্রদেশ লুহানস্কে মস্কো বিজয় ঘোষণার একদিন পরই এই ঘটনাটি ঘটে।
advertisement
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কর্মকর্তাদের মতে, রাশিয়ান বাহিনী দোনেৎস্কের কাছে স্লোভিয়ানস্ক শহরের একটি বাজার এবং একটি আবাসিক এলাকায় হামলা চালিয়েছে যাতে কমপক্ষে দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। রুশ সেনাদের চাপের কারণে ইউক্রেনের কর্মকর্তারা নাগরিকদের দ্রুত স্লোভিয়ানস্ককে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন- ফের স্পাইসজেটে গোলযোগ! চিনে না গিয়ে কলকাতায় ফিরে এল স্পাইসজেট কার্গো বিমান!
মঙ্গলবার সন্ধ্যায় দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, “এই সপ্তাহে গোলাবর্ষণ ছাড়া একটি দিনও কাটেনি। শহরটি এখন একাধিক রাশিয়ান রকেট লঞ্চারের সীমার মধ্যে রয়েছে। শত্রুরা বিশৃঙ্খলভাবে গোলা বর্ষণ করছে, হামলার লক্ষ্য স্থানীয় জনগণকে শেষ করে দেওয়া।”
রয়টার্স জানিয়েছে, রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দক্ষিণ-পূর্ব ইউক্রেনের মারিওপোল বন্দরে দু’টি বিদেশী পতাকাবাহী জাহাজকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে আখ্যা দিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে।