ঘটনার একদিন আগেই, তাঁর বাসভবন থেকে জরুরি কল পেয়ে পৌঁছয় পুলিশ। তাঁর ঘাড়ে ও হাতে আঘাতের চিহ্ন পাওয়া যায়। তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসা প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই তিনি সেখান থেকে চলে যান বলে জানা গিয়েছে। এর পরের দিনই তাঁর বহুতলের নীচে তাঁকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তদন্তকারীদের প্রাথমিক ধারণা, নিজের ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয়েছে ইনফ্লুয়েন্সার ডায়ানার৷
advertisement
এরিয়াসের অনেক ভক্ত তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যে আন্তরিক শ্রদ্ধা জানিয়েছেন। একজন ব্যবহারকারী ভাষায় লিখেছেন, “শান্তি পাও, আমার বন্ধু। তোমার আত্মা পরমপিতার কাছে শান্তি পাক। দুঃখিত, আমরা তোমাকে সাহায্য করতে পারিনি।” আর একজন মন্তব্য করেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না তুমি চলে গিয়েছো। শান্তিতে ঘুমাও, সুন্দরী,” অন্যদিকে তৃতীয়জন কেবল অবিশ্বাস প্রকাশ করে বলেছেন, “আমি বিশ্বাস করতে পারছি না।”
আর একজন লিখেছেন, “আজ আমাদের পেশা একজন মহান পুষ্টিবিদকে হারালো। একজন মহিলা যিনি তার যত্ন, জ্ঞান এবং স্নেহের মাধ্যমে অনেকের জীবনে ছাপ রেখে গিয়েছেন। ঈশ্বর তাঁর পরিবার এবং তাঁর ঘনিষ্ঠদের সান্ত্বনা দিন। আপনার নিষ্ঠা তাঁদের অনুপ্রাণিত করে চলবে যাঁরা একই লক্ষ্য অর্জনে এগিয়ে যাচ্ছে।”
ব্রাজিলের ফিটনেস কমিউনিটিতে এরিয়াস তাঁর বিশাল অনলাইন দর্শকদের সঙ্গে ওয়ার্কআউট রুটিন, লাইফস্টাইল টিপস এবং বডি বিল্ডিংয়ের অগ্রগতি শেয়ার করে নেওয়ার জন্য সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে, অনেকেই তার পরিবারের প্রতি শোক এবং সহানুভূতি প্রকাশ করেছেন। তাঁর রহস্যমৃত্যুর তদন্ত জারি রেখেছেন গোয়েন্দারা৷
