এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা আমেরিকার। সেখানে প্রতি মুহূর্তে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ট্র্যাকার অনুযায়ী, সে দেশে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ লক্ষ ৭০ হাজার ৩৭। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৮ হাজার ২৯১ জনের। আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ব্রাজিল। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ১২ হাজার ১৫১ জন, মৃত্যু হয়েছে ৭৬ হাজার ৬৮৮ জনের। মৃতের নিরখেও দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় স্থানে রয়েছে ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা অন্তত ৯ লক্ষ ৬৮ হাজার ৮৭৬ আর মৃতের সংখ্যা ২৪ হাজার ৯১৬ জন।
advertisement
আক্রান্তের নিরিখে চার নম্বরে রয়েছে রাশিয়া, সেখানে ৭ লক্ষ ৫১ হাজার ৬১২ মানুষ করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১১ হাজার ৯২০ জনের। করোনা আক্রান্তের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে পেরু। সেখানে মোট ৩ লক্ষ ৪১ হাজার ৫৮৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৮৬ জনের। আক্রান্তের নিরিখে ৬ নম্বরে রয়েছে দক্ষিণ আমেরিকা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৪ হাজার ২২১ জন, মৃতের সংখ্যা ৪,৬৬৯। মেক্সিকোতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৪১ জন, মৃতের সংখ্যা ৩৭,৫৭৪। মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ব্রিটেনে। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৫ হাজার ২০৪ জন, আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৪ হাজার ১১৪।