TRENDING:

Boris Johnson to Become a Father: অন্তঃসত্ত্বা তৃতীয় স্ত্রী, ৫৮ বছর বয়সে অষ্টম সন্তানের বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Last Updated:

Boris Johnson to Become a Father: ফের পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন বরিস জনসন৷ ৫৮ বছর বয়সে অষ্টম বারের জন্য বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : ফের পিতৃত্বের স্বাদ পেতে চলেছেন বরিস জনসন৷ ৫৮ বছর বয়সে অষ্টম বারের জন্য বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী৷ তাঁর স্ত্রী ক্যারি জনসন সমাজমাধ্যমে জানিয়েছেন তিনি অন্তঃসত্ত্বা৷ জানিয়েছেন কয়েক সপ্তাহের মধ্যেই ভূমিষ্ঠ হতে চলেছে তাঁর এবং বরিসের তৃতীয় সন্তান৷ ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে তাঁর দুই সন্তানের হাত ধরে আছেন ক্যারি৷ ক্যাপশনে লিখেছেন ‘‘কয়েক সপ্তাহের মধ্যে দলের নতুন সন্তান আসতে চলেছে৷ গত ৮ মাস ধরে ক্লান্ত লাগছে৷ আবার অনাগত অতিথির সঙ্গে আলাপের জন্য তরও সইছে না৷’’ তাঁদের ছেলে উইল্ফ এবং কন্যা রোমি দুজনেই তাদের খেলার সঙ্গীকে পেতে অপেক্ষা করে আছে৷ জানিয়েছেন ক্যারি৷
advertisement

৩৫ বছর বয়সি ক্যারি মিডিয়া কনসালন্ট্যান্ট৷ কনজারভেটিভ পার্টির জন্য মিডিয়া অফিশিয়াল হয়েও কাজ করেছেন৷ ওশিয়ান কনজারভেশন চ্যারিটি-র উপদেষ্টাও তিনি৷ তিনি বরিস জনসনের তৃতীয় পক্ষের স্ত্রী৷ ২০২১ সালে বিয়ে করেছেন তাঁরা৷ ছেলে উইল্ফের জন্ম তার আগের বছর ২০২০ সালে৷ মেয়ে রোমি হয়েছে ২০২১-এ৷ এই প্রথম ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে৷

advertisement

প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েন এবং বরিসের কোনও সন্তান নেই৷ দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলার এবং বরিসের মোট চার সন্তান৷ এছাড়াও প্রেমিকা আর্ট কনসালন্ট্যান্ট হেলেন ম্যাকিনটায়ারের সঙ্গেও বরিসের একটি সন্তান আছে৷ তবে এখনও বরিস তাঁর সন্তানের সংখ্যা কত, তা সরকারিভাবে স্বীকার করেননি৷

advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সম্প্রতি বরিস জনসন অক্সফোর্ডশায়ারে ৩.৮ মিলিয়ন পাউন্ড দিয়ে প্রাসাদোপম বাড়ি কিনেছেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

৫৮ বছর বয়সি এই রাজনীতিক এর আগে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন শত ব্যস্ততাতেও তিনি পিতৃত্ব উপভোগ করেন৷ এবং শিশুদের দেখভাল করতেও জানেন৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Boris Johnson to Become a Father: অন্তঃসত্ত্বা তৃতীয় স্ত্রী, ৫৮ বছর বয়সে অষ্টম সন্তানের বাবা হতে চলেছেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল