৩৫ বছর বয়সি ক্যারি মিডিয়া কনসালন্ট্যান্ট৷ কনজারভেটিভ পার্টির জন্য মিডিয়া অফিশিয়াল হয়েও কাজ করেছেন৷ ওশিয়ান কনজারভেশন চ্যারিটি-র উপদেষ্টাও তিনি৷ তিনি বরিস জনসনের তৃতীয় পক্ষের স্ত্রী৷ ২০২১ সালে বিয়ে করেছেন তাঁরা৷ ছেলে উইল্ফের জন্ম তার আগের বছর ২০২০ সালে৷ মেয়ে রোমি হয়েছে ২০২১-এ৷ এই প্রথম ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে তাঁদের সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে৷
advertisement
প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টাইন আওয়েন এবং বরিসের কোনও সন্তান নেই৷ দ্বিতীয় স্ত্রী মেরিনা হুইলার এবং বরিসের মোট চার সন্তান৷ এছাড়াও প্রেমিকা আর্ট কনসালন্ট্যান্ট হেলেন ম্যাকিনটায়ারের সঙ্গেও বরিসের একটি সন্তান আছে৷ তবে এখনও বরিস তাঁর সন্তানের সংখ্যা কত, তা সরকারিভাবে স্বীকার করেননি৷
ব্রিটিশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সম্প্রতি বরিস জনসন অক্সফোর্ডশায়ারে ৩.৮ মিলিয়ন পাউন্ড দিয়ে প্রাসাদোপম বাড়ি কিনেছেন৷
৫৮ বছর বয়সি এই রাজনীতিক এর আগে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন শত ব্যস্ততাতেও তিনি পিতৃত্ব উপভোগ করেন৷ এবং শিশুদের দেখভাল করতেও জানেন৷