বড়দিনের আমেজে প্রচুর পর্যটক ভিড় জমিয়েছিলেন আমেরিকায়। এই তুষার ঝড়ের কারণে আপাতত সেখানেই আটকে পড়েছেন তাঁরা। জানা গিয়েছে, শুক্রবার ৫৯৩৪টি উড়ান বাতিল হয়। তার আগের দিন সেই সংখ্যাটি ছিল প্রায় ২৭০০-র কাছাকাছি।
আবওহাওয়া দফতরের খবর, কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের ৪৮ ডিগ্রি নীচে চলে গিয়েছে। প্রবল শীতের কারণে নিমেষেই বরফে পরিণত হচ্ছে ফুটন্ত জল।
advertisement
আরও পড়ুন,দক্ষিণ আফ্রিকায় গ্য়াস ট্য়াঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত বহু! দগ্ধ হয়ে রাস্তায় ছুটছেন মানুষ
আরও পড়ুন, বড়দিনের আনন্দে বড় কোপ! সঙ্গী খারাপ আবহাওয়া? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস
প্রবল তুষারঝড়ের কারণে বহু জায়গার বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। আমেরিকার বিভিন্ন জায়গায় দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন লাইব্রেরি এবং থানায় খোলা হচ্ছে ওয়ার্মিং সেন্টার। প্রচুর মানুষকে আশ্রয় দেওয়া হচ্ছে সেখানে।
ড়দিনের ছুটি শুরু হওয়ার আগেই সতর্কতা জারি হয়েছিল আমেরিকার বিভিন্ন প্রদেশে। তীব্র ঠান্ডা এবং প্রবল তুষারপাতে বিধ্বস্ত বাসিন্দারা। বিমান ছাড়াও ট্রেন, মেট্রে পরিষেবা বাতিল করা হয়েছে।