TRENDING:

Body Found In Wheel Well of a Flight: -৫০ ডিগ্রি থেকে -৬০ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা! নেই অক্সিজেন! বিমানের চাকায় চেপে নিখরচায় অন্য দেশে ‘পালাতে’ গিয়ে ভয়ঙ্কর পরিণতি ব্যক্তির

Last Updated:

Body Found In Wheel Well of a Flight: উই দ্বীপের কাহুলুউ বিমানবন্দরে অবতরণের পর ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২০২-এর চাকা থেকে একটি দেহ উদ্ধার করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওয়াই : বিমানের ‘হুইল ওয়েল’ থেকে উদ্ধার হল এক হতভাগ্যর নিথর দেহ। বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হাওয়াই দ্বীপপুঞ্জের মাউই দ্বীপের। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে মাউই দ্বীপের কাহুলুউ বিমানবন্দরে অবতরণের পর ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ২০২-এর চাকা থেকে একটি দেহ উদ্ধার করা হয়েছে। শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বিমানটির গন্তব্য ছিল কাহুলুই।
শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বিমানটির গন্তব্য ছিল কাহুলুই
শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বিমানটির গন্তব্য ছিল কাহুলুই
advertisement

উড়ান সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ‘‘বিমানের হুইল ওয়েল বা চাকার সঙ্গে থাকা ফাঁকা অংশের ব্যবহার করা যায় এয়ারক্রাফ্টের বাইরে থেকেই। এই মুহূর্তে এটা স্পষ্ট নয় যে কখন বা কী করে ওই ব্যক্তি হুইল ওয়েলে উঠেছিলেন।’’ এই ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

advertisement

প্রসঙ্গত উড়ন্ত অবস্থায় যে কোনও বিমানের হুইল ওয়েলের তাপমাত্রা মাইনাস ৫০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। দেখা দিতে পারে তীব্র অক্সিজেন সঙ্কট। চাকার এই অংশে লুকিয়ে বিনা টিকিটে এক দেশ থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার প্রবণতা বরবারই ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুই হয় পরিণতি। বিরল কিছু ঘটনায় শেষ পর্যন্ত জীবিতও থাকেন পলায়নকারী।

advertisement

আরও পড়ুন : ক্ষমতার পর রসাতলে বিয়েও! বিচ্ছেদ চান সিরিয়ার মসনদচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী, চমকে যাবেন কারণ জানলে

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

গত বছর প্যারিস বিমানবন্দরে অ্যালজেরিয়ান ক্যারিয়ারের বিমানে আন্ডারক্যারেজ বে-তে এক ব্যক্তিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ২০২২-এর জানুয়ারি মাসেও নেদারল্যান্ডসের আমস্টারডাম বিমানবন্দরে আফ্রিকা থেকে আসা পণ্যবাহী বিমানের চাকার উপরের অংশ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয় একজনকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Body Found In Wheel Well of a Flight: -৫০ ডিগ্রি থেকে -৬০ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা! নেই অক্সিজেন! বিমানের চাকায় চেপে নিখরচায় অন্য দেশে ‘পালাতে’ গিয়ে ভয়ঙ্কর পরিণতি ব্যক্তির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল