তিনি কলার ধরে আক্রমণ করেন ওই যাত্রীকে। জামাহীন যাত্রী আক্রমণ চালিয়েই যান। অন্য যাত্রী পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এই ঘটনায় দৃশ্যতই হতভম্ব হয়ে পড়েন বাকি যাত্রীরা। তবে ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত হামলা চলতেই থাকে।
আরও পড়ুন : বড় খবর! মারাত্মক ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
advertisement
ভাইরাল ভিডিওটি ১৫ হাজারের বেশি ভিউজ পেয়েছে। অনলাইনে এসেছে একাধিক প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে। নেটিজেনদের মত, এই ঘটনায় উড়ান সংস্থায় ভাবমূর্তি ক্ষকিগ্রস্ত হচ্ছে। এছাড়াও এসেছে আরও অভিযোগ। উড়ান সংস্থার কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে যাত্রীদের বিরুদ্ধে।
কোনও নেটিজেনের মত, উড়ানে সুরা পান করা বন্ধ করা হোক। তাহলে ঝামেলা কমবে বলেই তিনি মনে করেন। বিমান বাংলাদেশের মতোই ঘটনা ঘটেছিল ব্যাঙ্কক থেকে কলকাতা যাওয়ার পথে থাই স্মাইল এয়ারওয়েজের উড়ানে। সেক্ষেত্রে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল এক যুবক বাকি যাত্রীদের হাতে আক্রান্ত হচ্ছেন নির্মম ভাবে। পর পর একই ধরনের ঘটনা হতেই থাকায় আতঙ্কিত যাত্রীরা।