এর আগে বিভিন্ন জার্নালও দাবি করেছে জেফরি এপস্টেইন(Jeffrey Epstein) ও বিল গেটস একটি সম্পর্কের মধ্যে ছিলেন। তবে মাইক্রোসফ-এর মুখপাত্র দাবি করেছেন যেমনটা মনে করা হচ্ছে সম্পর্কটা ঠিক তেমন নয়। জেফরির সঙ্গে বিলের যোগাযোগ কেবল আর্থিক কারণেই ছিল। একাধিক নাবালিকার যৌন হেনস্থায় অভিযুক্ত ছিলেন মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইন(Jeffrey Epstein) । তার বিরুদ্ধে বহু মহিলা হেনস্থার অভিযোগ করে। শেষ জীবনে জেলে বন্দি ছিলেন জেফরি। ২০১৯ সালে ৬৬ বছর বয়সে জেলেই তার মৃত্যু হয়।
advertisement
৪ মে, একটি যৌথ বিবৃতিতে গেটস দম্পতি লেখেন, ‘আমরা দম্পতি হিসেবে আমাদের সম্পর্কও এগিয়ে নিয়ে যেতে পারব, এই বিশ্বাস আর নেই’। এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁদের ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেওয়ার আবেদন করেছেন বিল এবং মেলিন্ডা দু’জনেই। তাঁরা আরও জানান “আমরা আমাদের ৩ সন্তানকে ভালভাবে বড় করেছি। আমরা একটা ফাউন্ডেশনও বানিয়েছি। এর মাধ্যমে অনেক মানুষের উপকার হবে বলে আমাদের বিশ্বাস। আমাদের আরও লক্ষ্য রয়েছ।সেগুলো পূরণের জন্য একসঙ্গে কাজ করবো”।