সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিও শেয়ার হচ্ছে যা দেখলে আতঙ্ক তৈরি হচ্ছে। কুন্ডলী পাকানো ধোঁয়া উঠতে থাকে। তারপরই তীব্র আওয়াজ। ভয়ানক বিস্ফোরণে কেঁপে ওঠে স্বপ্ন শহর বেইরুট। রাস্তা ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকে ভেঙে পড়া দরজা, জানালা, কাঁচ। তবে কি কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়।
এই আতঙ্কের মাঝখানেই বেইরুটের এক পরিচারিকা জিতে নিয়েছেন সকলের মন। ওই মহিলা একজন পরিযায়ী শ্রমিক। বেইরুটে কর্মসূত্রেই ছিলেন। সে বাড়িতে ফ্লোর পরিস্কার করার কাজ করছিল। তাঁর সামনেই দাঁড়িয়ে পুতুল নিয়ে খেলছিল একটি বছর চারেকের বাচ্চা। এমন সময় হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়ি। ওই মহিলা চাইলেই একা ওখান থেকে পালিয়ে যেতে পারতেন। তিনি তা না করে, সব ছেড়ে আগে কোলে তুলে নেন বাচ্চাটিকে। তারপর বাচ্চাটিকে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে আসেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়। সকলেই প্রশংসা করেছেন ওই মহিলার। ভিডিওটি অবশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। নিজের জীবনের পরোয়া না করে বাচ্চাটির প্রাণ বাঁচাতে আগে ছুটে গেলেই ওই পরিচারিকা। প্রসঙ্গত এই বিস্ফোরণে বহু বাড়ির ছাদ পর্যন্ত ভেঙে পড়েছে। আহত কয়েক হাজার মানুষ। ১০০র বেশি মানুষের মৃত্যু হয়েছে।