'আমি বারান্দায় ছিলাম৷ গোটা অঞ্চল কেঁপে ওঠে৷ যা আমাদের পুরো এদিক ওদিক করে দেয়৷ এমন ভয় এর আগে কোনও দিনও পাইনি'৷ বেইরুটর পশ্চিমে থাকা এক ফিল্মমেকার বানে ফাকিহ এই অভিজ্ঞাতার কথা জানিয়েছেন৷ এখন বেইরুটের চারিদিকে শুধু এখন অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে৷ অধিকের বেশি মানুষ যাচ্ছেন হাসপাতালে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে শুধু সংলগ্ন এলাকাই নয়৷ তার চেয়েও বেশিদূর অবধি ছড়িয়েছিল তীব্রতা৷ ভয়ঙ্কর বিস্ফোরণে এক একটি গাড়ি তিন তলা অবধি উড়ে গিয়েছিল৷ দেখুন সেই হাড়হিম করা ভিডিও...
advertisement
লেবাননের বেইরুটে পরপর দুটি বিস্ফোরণ ঘটে মঙ্গলবার৷ সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকা একটি জাহাজ হঠাৎই বীভৎস শব্দে ফেটে যায়৷ এর তীব্রতা ১০ কিলোমিটার অবধি ছড়িয়ে যায়৷
এদিকে বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী৷ এখনও অবধি ৭৮ জনের মৃত্যু হয়েছে, ৪০০০ মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন৷ রাষ্ট্রপতি মাইকেল ইয়োন ট্যুইট করে জানিয়েছিলেন ২৭৫০ টন বিস্ফোরক নাইট্রেট অসুরক্ষিতভাবে মজুদ করা ছিল৷ বিস্ফোরণের ঘটনার তদন্ত পুরোপুরি জারি রয়েছে৷
বন্দর এলাকায় এই বিস্ফোরণের পর উত্তর ও দক্ষিণ লেবানন সব জায়গা থেকেই উদ্ধারকাজের জন্য কর্মীদের পাঠানো হয়েছে ৷ প্রচুর সংখ্যায় অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে ৷ ধ্বংস্তূপের নীচে এখনও অনেক সংখ্যক মৃতদেহ আটকে থাকার আশঙ্কা করছেন সিভিল ডিফেন্সের ওই আধিকারিকরা। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তাও এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল বহুদূরে থাকা দোকানের কাঁচ, বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা বেইরুট জুড়ে।