TRENDING:

Bangladesh: ইউনূসের সামনেই নির্যাতনের প্রতিবাদ, সরব বিখ্যাত কবি ফরহাদ মজহার! মুখ পুড়ল বাংলাদেশের

Last Updated:

শুধু মহম্মদ ইউনূসের সামনে নয়, একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও একই প্রশ্ন তুলেছেন মজহার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ওঠার পর বিশ্ব মঞ্চে মুখ পুড়েছে বাংলাদেশের৷ এই পরিস্থিতিতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরু এবং বিশিষ্টজনেদের নিয়ে একটি বৈঠক ডাকেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷ সেখানেই বাংলাদেশি কবি ফরহাদ মজহার সরাসরি ইউনূসকে প্রশ্ন করেন, কী কারণে আজকে চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হল, তাঁর আইনি ভিত্তি কী ছিল? তাঁর তো সমাবেশ করার, বক্তব্য রাখার অধিকার আছে৷
মহম্মদ ইউনূসের সামনেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হলেন বাংলাদেশি কবি ফরহাদ মজহার৷
মহম্মদ ইউনূসের সামনেই সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব হলেন বাংলাদেশি কবি ফরহাদ মজহার৷
advertisement

চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে দেশদ্রোহিতার মতো গুরুতর অভিযোগ এনেছে বাংলাদেশ সরকার৷ সেই অভিযোগকে নস্যাৎ করে দিয়ে ফরহাজ মজহারকে বলতে শোনা যায়, ‘চিন্ময়কষ্ণ দাসের কথা আমি শুনেছি৷ কখনও তাঁকে রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি৷ তাঁর সঙ্গে আমার মতের অমিল হতে পারে, তার মানে এই নয় যে তিনি বাংলাদেশের পক্ষে ক্ষতিকারক৷ এর আগে চিন্ময়কৃষ্ণ দাসকে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে বিভিন্ন ভাবে ব্যবহার করেছে৷ তাঁরও তো নিজের বক্তব্য রাখার অধিকার আছে৷’

advertisement

আরও পড়ুন: জমি, খাবার, বিদুৎ, চিকিৎসা- ভারতের প্রতিবেশী এই দেশে সব ফ্রি! শুধু মানতে হয় একটি শর্ত

শুধু মহম্মদ ইউনূসের সামনে নয়, একটি জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও একই প্রশ্ন তুলেছেন মজহার৷ বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, তাও স্বীকার করে নিয়েছেন মজহার৷ তিনি বলেন, ‘সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে, এতে কোনও সন্দেহ নেই৷ গরিব মানুষের উপরে আঘাত নেমে আসছে, তাঁদের জায়গা দখল হয়ে যাচ্ছে৷ আওয়ামি লিগ যে কুকীর্তিগুলো করেছে, এখন অন্য দল করছে৷ এই তো কথা৷ ফলে সংখ্যালঘু নির্যাতন হয়নি, একথা বলা যাবে না৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সংখ্যালঘুদের উপরে নির্যাতনে উস্কানি দিয়ে আসলে বাংলাদেশে ফের একবার অন্তর্বর্তী সরকারকেও উৎখাতের চক্রান্ত চলছে বলে দাবি করেছেন ফরহাদ মজহার৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: ইউনূসের সামনেই নির্যাতনের প্রতিবাদ, সরব বিখ্যাত কবি ফরহাদ মজহার! মুখ পুড়ল বাংলাদেশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল