তবে চট্টগ্রাম পুলিশের সিনিয়র অফিসার কুসুম দেওয়ান সূত্রে জানা গিয়েছে, মানাফি যে পিস্তলটি নিয়ে হুমকি দিয়েছিল তা একটি খেলনা পিস্তল ছিল ৷ শুধু তাই নয়, তাঁর দেহেও কোনও বোমা ছিল না ৷ মনে করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ এমনকি পাইলটকে হুমকি দেওয়ার সময় তিনি স্ত্রীর সঙ্গে ঝামেলার কথা বলেছিলেন ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার দাবিও তুলেছিলেন বারবার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত প্রক্রিয়া এখনও চলছে ৷ তাই কোনও কিছু নিয়েই এখন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি আধিকারিকরা ৷
advertisement
গতকাল ময়ূরপঙ্খী বিমানের (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে রওনা হওয়ার পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দু’ঘণ্টা টান টান নাটকের পর অবশেষে অপহরণকারীকে গুলি করে সেনা ৷ ২৫ বছর বয়সী ওই তরুণের নাম মাহাদী বলে গতকাল রাতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এক ব্রিফিং জানানো হয়। তবে তাঁর পুরো পরিচয় পাওয়া যায়নি। বিমান ছিনতাইয়ের চেষ্টা করার কারণও জানা যায়নি।