বৃহস্পতিবার বিকেলে মুখ্য নির্বাচন কমিশনার নুরুল হুদার বলেন, ২৩ ডিসেম্বর বাংলাদেশে সাধারণ নির্বাচন ৷ মনোনয়নপত্র জমার শেষদিন ১৯ নভেম্বর ৷ ৩০০টি আসনে ভোট দেবেন বাংলাদেশবাসী ৷ সমস্ত রাজনৈতিক দলগুলিকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন নুরুল ৷
এবারের ৩০০ আসনে ভোট দেবেন প্রায় ১০ কোটি ৪২ হাজার জন ৷
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে বারবার আলোচনায় বসে আওয়ামি লিগ ও বিএনপিকে নিয়ে গঠিত কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট। খালেদা জিয়ার মুক্তির দাবি তোলে ঐক্যফ্রন্ট। কিন্তু, তাতে রাজি হয়নি ক্ষমতাসীন আওয়ামি লিগ। নির্বাচন পিছনোর ডাকও দিয়েছিল ঐক্য ফ্রন্ট। কিন্তু, আওয়ামি লিগের সমর্থন পাওয়ার পর, শেষপর্যন্ত নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। ঐক্য ফ্রন্ট সেনা মোতায়েনের দাবি তুললেও, তা খারিজ হয়েছে। হিংসা বাদ দিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
advertisement
২০১৪-তে একতরফা নির্বাচন বয়কট করেছিল বিএনপি এবং তাদের পুরোনো ২০-দলীয় জোটের মিত্ররা ৷ সেই নির্বাচনে আওয়ামি লিগের নেতৃত্বাধীন জোটের ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন ৷ যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছিল দেশ-বিদেশে ৷