সেন্টাল ইনটেলিজেন্স সাইটে প্রকাশিত আইএসের ওই ভিডিওতে তিন জঙ্গির মধ্যে একজনকে বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনারের ছেলে হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারীরা ৷ ঢাকায় বিজনেস স্টাডিস-এর ছাত্র ছিল তহমিদ ৷ গত ৩ বছর ধরে সে নিখোঁজ ছিল ৷ গুলশন হামলায় ধৃত জীবিত জঙ্গি ছিল তাঁর সহপাঠী ৷
তদন্তকারীরা আরও জানিয়েছেন, গুলশন হামলার ‘মাথা’ বা মাস্টার মাইন্ড ছিল বাইরে ৷ ফোনে তার সঙ্গে যোগাযোগ রেখেছিল জঙ্গিরা ৷ নির্দেশ ও পরামর্শ নিতে তাঁকে ফোন করছিলেন জঙ্গিরা ৷ পণবন্দিদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা ৷
advertisement
হোলি আর্টিজনের পরিস্থিতি সম্পর্কে ফোনে জানিয়ে পরামর্শ নিচ্ছিল জঙ্গিরা ৷ অন্য প্রান্ত থেকে পাল্টা নির্দেশও এসেছিল ৷ এইসব তথ্য থেকেই আরও স্পষ্ট হয়েছে গুলশন হামলায় আইএস যোগ ৷
গুলশন হামলার তদন্তে সহায়তার জন্য ভারত থেকে ঢাকায় যাচ্ছে ৪ সদস্যের NSG দল ৷ ঢাকায় জঙ্গি হামলার তদন্তে সাহায্য করবে NSG ৷
তবে ঢাকায় জঙ্গি হামলার জন্য এবার বাংলাদেশে সোস্যাল মিডিয়ার ব্যবহারে সাবধান করছে বাংলাদেশ পুলিশ ৷ আইএসের হুমকি ভিডিও নেটওয়ার্কিং সাইটে আপলোড হওয়ার পর দেশের নাগরিকদের সতর্ক করে বাংলাদেশ পুলিশের ডিআইজি একেএম শাহিদুর রহমান ৷ কোনও ব্যক্তি হুমকি ভিডিওটি লাইক বা শেয়ার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷