TRENDING:

IS ভিডিওয়ে চিহ্নিত জঙ্গি, তদন্তে সাহায্যে ঢাকায় NSG

Last Updated:

‘ঢাকার গুলশনে যে হামলা হয়েছে, সেটা ঝলক মাত্র। শরিয়ত আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামলা চলতেই থাকবে।’ প্রথমবার বাংলায় ভিডিও প্রকাশ করে গণহত্যার হুমকি দিয়েছে আইএসের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: ‘ঢাকার গুলশনে যে হামলা হয়েছে, সেটা ঝলক মাত্র। শরিয়ত আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত হামলা চলতেই থাকবে।’ প্রথমবার বাংলায় ভিডিও প্রকাশ করে গণহত্যার হুমকি দিয়েছে আইএসের। ভিডিওতে তিনজন জঙ্গিকে হুমকি দিতে দেখা যায়। তাঁদের মধ্যে একজনকে চিহ্নিত করেছেন তদন্তকারীরা । তদন্তকারীদের দাবি, ওই জঙ্গি বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনারের ছেলে তহমিদ রহমান শরিফ ৷
advertisement

সেন্টাল ইনটেলিজেন্স সাইটে প্রকাশিত আইএসের ওই ভিডিওতে তিন জঙ্গির মধ্যে একজনকে বাংলাদেশের প্রাক্তন নির্বাচন কমিশনারের ছেলে হিসেবে চিহ্নিত করেছে তদন্তকারীরা ৷ ঢাকায় বিজনেস স্টাডিস-এর ছাত্র ছিল তহমিদ ৷ গত ৩ বছর ধরে সে নিখোঁজ ছিল ৷ গুলশন হামলায় ধৃত জীবিত জঙ্গি ছিল তাঁর সহপাঠী ৷

তদন্তকারীরা আরও জানিয়েছেন, গুলশন হামলার ‘মাথা’ বা মাস্টার মাইন্ড ছিল বাইরে ৷ ফোনে তার সঙ্গে যোগাযোগ রেখেছিল জঙ্গিরা ৷ নির্দেশ ও পরামর্শ নিতে তাঁকে ফোন করছিলেন জঙ্গিরা ৷ পণবন্দিদের কাছ থেকে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা ৷

advertisement

হোলি আর্টিজনের পরিস্থিতি সম্পর্কে ফোনে জানিয়ে পরামর্শ নিচ্ছিল জঙ্গিরা ৷ অন্য প্রান্ত থেকে পাল্টা নির্দেশও এসেছিল ৷ এইসব তথ্য থেকেই আরও স্পষ্ট হয়েছে গুলশন হামলায় আইএস যোগ ৷

গুলশন হামলার তদন্তে সহায়তার জন্য ভারত থেকে ঢাকায় যাচ্ছে ৪ সদস্যের NSG দল ৷ ঢাকায় জঙ্গি হামলার তদন্তে সাহায্য করবে NSG ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে ঢাকায় জঙ্গি হামলার জন্য এবার বাংলাদেশে সোস্যাল মিডিয়ার ব্যবহারে সাবধান করছে বাংলাদেশ পুলিশ ৷ আইএসের হুমকি ভিডিও নেটওয়ার্কিং সাইটে আপলোড হওয়ার পর দেশের নাগরিকদের সতর্ক করে বাংলাদেশ পুলিশের ডিআইজি একেএম শাহিদুর রহমান ৷ কোনও ব্যক্তি হুমকি ভিডিওটি লাইক বা শেয়ার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পুলিশের তরফে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
IS ভিডিওয়ে চিহ্নিত জঙ্গি, তদন্তে সাহায্যে ঢাকায় NSG