ন্যাট ওয়েস্ট টি২০ ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের গ্রুপ পর্বে তাঁর যে কোনও খেলার সম্ভাবনা নেই সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। এই দু’টি টুর্নামেন্টের জন্যই সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মুস্তাফিজুর। গ্রুপ পর্বে না পেলেও অবশ্য নক আউটে মুস্তাফিজুরকে পাওয়ার আশায় রয়েছে সাসেক্স। কিন্তু চোটের অবস্থা বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য চাইছে, যতো তাড়াতাড়ি সম্ভব দেশে ফইরে আসুক মুস্তাফিজুর ৷ কারণ তাঁর চোট বাড়লে সমস্যায় পড়বে বাংলাদেশই ৷
advertisement
মুস্তাফিজুরের পাশাপাশি তামিম ইকবালের চোট নিয়েও চিন্তায় বাংলাদেশে বোর্ড ৷ তামিমের অস্ত্রোপচার হতে পারে ৷ সামনেই ইংল্যান্ড সিরিজ ৷ তাই দলের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দ্রুত সুস্থ করে তোলাই এখন লক্ষ্য বিসিবির ৷
Location :
First Published :
July 30, 2016 1:37 PM IST