TRENDING:

বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত ১১ সন্দেহভাজন জঙ্গি

Last Updated:

বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১১ মৌলবাদি জঙ্গি ৷ এদের মধ্যে একজন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঢাকা: বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত কমপক্ষে ১১ মৌলবাদি জঙ্গি ৷ এদের মধ্যে একজন  নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতা। শনিবার তিনটি বিভিন্ন জায়গায় হানা দেয় পুলিশ ৷ গাজিপুরের আফারখোলা এলাকায় একটি দোতলা বাড়িতে হানা দিয়ে খতম করা হয় সাত জঙ্গিকে ৷
advertisement

মৃত জঙ্গিদের মধ্যে ছিল জামাতউল-মুজাহিদিন বাংলাদেশের নতুন শাখার কমান্ড্যার আকাশ, বলে জানিয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ৷

তামিম চৌধুরীর মৃত্যুর পর জামাতউল-মুজাহিদিনের দায়িত্বে ছিলেন আকাশ ৷ নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যু হয় তার ৷ বাকি জঙ্গিদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷

পুলিশ আধিকারিক জানিয়েছেন, প্রথমে লাউড স্পিকার ব্যবহার করে জঙ্গিদের আত্মসম্পর্ণ করতে বলা হয় ৷ কিন্তু আত্মসম্পর্ণের বদলে তার পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে লাগে ৷  এর আগে এরপর টাঙ্গাইলে অভিযান চালিয়ে চার জঙ্গিকে নিকেশ করে বাংলাদেশের অ্যান্টি-ক্রাইম র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান ফোর্স।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লন্ডন এবার পুরুলিয়ায়! ১-২ রকম নয় পাওয়া যাচ্ছে ২৫ রকমের কেক-পেস্ট্রি
আরও দেখুন

জঙ্গিদের ডেরা থেকে একে ৪৭, বুলেট, বোমা তৈরির সরঞ্জাম, চারটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ ৷ জামাতউল-মুজাহিদিনের সঙ্গে ISIS জঙ্গি গোষ্ঠী যারা ১ জুলাই ঢাকার অভিজাত ক্যাফেতে হামলার ঘটনার দায় স্বীকার করেছিল তদের সঙ্গে মতাদর্শের মিল রয়েছে ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
বাংলাদেশে পুলিশের গুলিতে নিহত ১১ সন্দেহভাজন জঙ্গি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল