বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড-এর চেয়ারম্যান প্রোফেসর একেএম রিয়াজুল হাসান জানান ২০২৫-এর নতুন শিক্ষাবর্ষ থেকেই পড়ানো হবে নতুন পাঠ্যবইয়ে৷ তাঁর কথায়, ‘‘১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান৷ ২৭ মার্চ তিনি বঙ্গবন্ধুর হয়ে আরও একবার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন৷’’
পাঠ্যবই সংস্কার পর্বের সঙ্গে যুক্ত লেখক তথা গবেষক রাখাল রাহা বলেন তাঁদের লক্ষ্য হল পাঠ্য থেকে ‘অতিরঞ্জিত এবং চাপিয়ে দেওয়া ইতিহাস’ বাদ দেওয়া৷ তাঁর কথায়, ‘‘যাঁরা পাঠ্যবই সংস্কার করেছেন তাঁদের দাবি পাকিস্তানি সেনার হাতে গ্রেফতার হওয়ার সময় ওয়্যারলেস মেসেজে বঙ্গবন্ধুর কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে তথ্য এতদিন প্রচলিত ছিল, সেগুলির কোনও তথ্যনিষ্ঠতা নেই৷ তাই সেগুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’
advertisement
এই প্রসঙ্গে বিতর্ক ওঠার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রিয়াজুল হাসান৷ তাঁর কথায়, ‘‘অবশ্যই কোনও বিতর্ক উঠবে না৷ এটা আওয়ামি লিগ বা বিএনপি-র সঙ্গে জড়িত কোনও বিষয় নয়৷ এটা জাতীয় প্রসঙ্গ৷ আমরা চাই মৌলানা ভাসানি এবং তাজউদ্দিন আহমেদ, যাঁদের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান ছিল, তাঁদের যোগ্য স্বীকৃতি দেওয়া হোক৷ আমাদের লক্ষ্য হল নিরবচ্ছিন্ন ও তথ্যনির্ভর বিষয় পাঠ্যে দেওয়া৷’’