TRENDING:

Bangladesh School Text Book Controversy: ফের বিতর্কে বাংলাদেশ! ‘বঙ্গবন্ধু নন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন...’ ৭১-এর মুক্তিযুদ্ধের তথ্য পাল্টে নতুন ‘ইতিহাস’ লেখা হচ্ছে পড়শি দেশের স্কুলের পাঠ্যবইয়ে!

Last Updated:

Bangladesh School Text Book Controversy: পাঠ্যবই সংস্কার পর্বের সঙ্গে যুক্ত লেখক তথা গবেষক রাখাল রাহা বলেন তাঁদের লক্ষ্য হল পাঠ্য থেকে ‘অতিরঞ্জিত এবং চাপিয়ে দেওয়া ইতিহাস’ বাদ দেওয়া৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা : তথ্য পরিবর্তনে পাল্টে দেওয়া হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস! বাংলাদেশে কার্যত এই অভিযোগ উঠল মহম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে৷ ভারতের পড়শি দেশে স্কুলের পাঠ্যবইয়ে এ বার লেখা হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়ায়ুর রহমান৷ এর আগে পাঠ্যবইয়ে লেখা ছিল ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান৷ এ বার বঙ্গবন্ধুর জায়গায় আসছে জিয়াউর রহমানের নাম৷ বাংলাদেশের প্রথম সারির ইংরেজি সংবাদপত্র ‘ডেইলি স্টার’-এর প্রতিবেদন অনুযায়ী একাধিক পরিবর্তন-সহ নতুন পাঠ্যবই প্রাইমারি ও সেকেন্ডারির পড়ুয়াদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে ১ জানুয়ারি থেকে৷
জিয়াউর রহমান ও শেখ মুজিবর রহমান
জিয়াউর রহমান ও শেখ মুজিবর রহমান
advertisement

বাংলাদেশের ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড-এর চেয়ারম্যান প্রোফেসর একেএম রিয়াজুল হাসান জানান ২০২৫-এর নতুন শিক্ষাবর্ষ থেকেই পড়ানো হবে নতুন পাঠ্যবইয়ে৷ তাঁর কথায়, ‘‘১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন জিয়াউর রহমান৷ ২৭ মার্চ তিনি বঙ্গবন্ধুর হয়ে আরও একবার বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন৷’’

পাঠ্যবই সংস্কার পর্বের সঙ্গে যুক্ত লেখক তথা গবেষক রাখাল রাহা বলেন তাঁদের লক্ষ্য হল পাঠ্য থেকে ‘অতিরঞ্জিত এবং চাপিয়ে দেওয়া ইতিহাস’ বাদ দেওয়া৷ তাঁর কথায়, ‘‘যাঁরা পাঠ্যবই সংস্কার করেছেন তাঁদের দাবি পাকিস্তানি সেনার হাতে গ্রেফতার হওয়ার সময় ওয়্যারলেস মেসেজে বঙ্গবন্ধুর কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার যে তথ্য এতদিন প্রচলিত ছিল, সেগুলির কোনও তথ্যনিষ্ঠতা নেই৷ তাই সেগুলি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷’’

advertisement

আরও পড়ুন : কালিম্পঙের থেকেও বেশি ঠান্ডা পুরুলিয়ায়! পাল্লা দিচ্ছে ঝাড়গ্রামও! শুক্র-শনি কলকাতা কি কনকনে? বৃষ্টিও হবে? জানুন আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই প্রসঙ্গে বিতর্ক ওঠার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন রিয়াজুল হাসান৷ তাঁর কথায়, ‘‘অবশ্যই কোনও বিতর্ক উঠবে না৷ এটা আওয়ামি লিগ বা বিএনপি-র সঙ্গে জড়িত কোনও বিষয় নয়৷ এটা জাতীয় প্রসঙ্গ৷ আমরা চাই মৌলানা ভাসানি এবং তাজউদ্দিন আহমেদ, যাঁদের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য অবদান ছিল, তাঁদের যোগ্য স্বীকৃতি দেওয়া হোক৷ আমাদের লক্ষ্য হল নিরবচ্ছিন্ন ও তথ্যনির্ভর বিষয় পাঠ্যে দেওয়া৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh School Text Book Controversy: ফের বিতর্কে বাংলাদেশ! ‘বঙ্গবন্ধু নন, স্বাধীনতা ঘোষণা করেছিলেন...’ ৭১-এর মুক্তিযুদ্ধের তথ্য পাল্টে নতুন ‘ইতিহাস’ লেখা হচ্ছে পড়শি দেশের স্কুলের পাঠ্যবইয়ে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল