ওই প্রতিবেদন অনুযায়ী, এখন বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন ও মহিলা ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। তৃতীয় লিঙ্গের মানুষ ১২ হাজার ৬২৯ জন এবং ‘ব্যালেন্স পপুলেশন’ ৮৫ হাজার ৯৫৭ জন। এছাড়াও বাংলাদেশে ‘ভাসমান জনসংখ্যা’ ২২ হাজার ১৮৫ জন বলে জানানো হয়েছে বিবিএস-এর ওই প্রতিবেদনে।
advertisement
আরও পড়ুন: ‘ব্রিগেড সমাবেশ সফল হবে, বড় হবে, ভাল হবে!’ মীনাক্ষীর হাত ধরে বললেন বুদ্ধদেব
মোট জনসংখ্যার ১১ কোটি ৬০ লাখ জন বাস করেন গ্রামে। বিবিএসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে ১১ বছরে সিটি করপোরেশন এলাকায় জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তার মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৪ কোটি ৫৬ লাখ ৪৪ হাজার ৫৮৬ জন। এরই সঙ্গে বেড়েছে জনসংখ্যার ঘনত্ব। আগে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল ৯৭৬ জন। এখন সেটাই বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯ জনে।
আরও পড়ুন: নামানো হচ্ছে নৌবাহিনী থেকে সেনা, ভোট ঘিরে কার্যত দুর্গে পরিণত বাংলাদেশ
বাংলাদেশের কত জনের হাতে কোন কাজ নেই সেই তথ্যও উঠে এসেছে বিবিএসের এই রিপোর্টে। তাতে বলা হয়েছে এখন কোন না কোনও কাজে নিয়োজিত রয়েছেন মোট জনসংখ্যার ৩৭.২১ শতাংশ মানুষ। সেখানে এখন কাজ খুঁজছেন ১.৬৫ শতাংশ বাংলাদেশি এবং কোনও কাজ করে না এমন মানুষের সংখ্যা ২৯.৩২ শতাংশ।