Bangladesh Elections 2024: নামানো হচ্ছে নৌবাহিনী থেকে সেনা, ভোট ঘিরে কার্যত দুর্গে পরিণত বাংলাদেশ

Last Updated:

Bangladesh Elections 2024: বিভিন্ন হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকী ভোটের আগেই ভোটকেন্দ্র গুলিতেও হামলা হচ্ছে বলে অভিযোগ

ভোট ঘিরে কার্যত দুর্গে পরিণত বাংলাদেশ। (ফাইল ছবি-AP)
ভোট ঘিরে কার্যত দুর্গে পরিণত বাংলাদেশ। (ফাইল ছবি-AP)
ঢাকা: রাত পোহালেই বাংলাদেশে দ্বাদশ সংসদ নির্বাচন। কিন্তু তার আগেই পড়শি দেশজুড়ে বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক হিংসার খবর সামনে আসতে শুরু করেছে। ট্রেনে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। বিভিন্ন হিংসার ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে বলে দাবি করা হচ্ছে। এমনকী ভোটের আগেই ভোটকেন্দ্র গুলিতেও হামলা হচ্ছে বলে অভিযোগ।
বাংলাদেশের নির্বাচন কমিশনার জানিয়েছে সারাদেশে মোট ভোটকেন্দ্র ৪২,০২৪টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ২৩ হাজারের বেশি। সেনার পাশাপাশি নৌ বাহিনীকেও নামানো হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩৮ হাজার সেনার পাশাপাশি ৩ হাজারের মোত নৌ বাহিনীও মোতায়েন করা হয়েছে। এর সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির ৪৪ হাজার জওয়ান, উপকূল রক্ষী বাহিনীর ২৩০০ জওয়ান, ব়্যাবের অন্তত ৫৫০-র বেশি টিম মোতায়েন থাকবে।
advertisement
advertisement
নির্বাচন ঘিরে কার্যত দুর্গে পরিণত হয়েছে বাংলাদেশের জেলা থেকে শুরু করে উপজেলাগুলি। সেনা এবং আধা সেনার পাশাপাশি পুলিশ এবং আনসার বাহিনীও নামানো হয়েছে নিরাপত্তার কাজে। অন্তত দেড় লাখের বেশি পুলিশকর্মীকে ভোটে মোতায়েন করা হয়েছে। আনসার বাহিনীর থেকে অন্তত ৫ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে।
advertisement
এর পাশাপাশি ভোট ঘিরে বাংলাদেশে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ট্যাক্সি, ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এই নিষেধাজ্ঞা রবিবার রাত পর্যন্ত থাকবে। অন্যদিকে লাগাতার হিংসায় বাংলাদেশে নির্বাচন বয়কটের আহবান জানিয়েছে বিএনপি-সর এর সমভাবনাময় দলগুলো
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh Elections 2024: নামানো হচ্ছে নৌবাহিনী থেকে সেনা, ভোট ঘিরে কার্যত দুর্গে পরিণত বাংলাদেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement