বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান শাহ কমল জানিয়েছেন, উপকূলবর্তী ১৯ জেলার জেলাশাসকদের বলা হয়েছে, দ্রুত ব্যবস্থা নিতে। সেই কারণে যাঁদের ঝড়ে ক্ষয়ক্ষতির সম্ভবনা রয়েছে, তাঁদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে ১৮ থেকে ২০ লক্ষ মানুষকে ১৩ হাজারের বেশি ঘূর্ণিঝড় কেন্দ্রে সরিয়ে নিয়ে গিয়েছে সরকার। আমফান যত এগিয়ে আসছে ততই এই সংখ্যাটা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
advertisement
সুপার টাইফুন বা আটলান্টিক হ্যারিকেনের ক্যাটাগরি ৪–এ পৌঁছে গিয়েছে আমফান। বাংলাদেশের প্রশাসনও ভয়াবহতার বিচারে ৭ নম্বর সতর্কতা জারি করেছে। কক্সবাজার ও চট্টগ্রামের বন্দর এলাকায়ও মানুষের মনে আতঙ্ক রয়েছে। যদিও বা ভারতের স্থলভাগে এই ঝড় আছড়ে পড়ে, দ্রুত এটি পৌঁছে যাবে বাংলাদেশ। এর আগে একাধিক ঝড়ে সে দেশের বিপুল ক্ষতি হয়েছে। এবার কী হবে? চিন্তায় প্রশাসন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2020 7:48 AM IST