স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার রাতে সে দেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। খোদাবক্সের ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে খবরটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।
advertisement
আরও পড়ুন: ‘তোমরাই মেরেছ…,’ নির্বাচন থামাতেই খুন করেছে ইউনূস! মারাত্মক অভিযোগ ছাত্রনেতা হাদির দাদার
ছাত্রনেতা তথা জুলাই আন্দোলনের ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক শরিফ ওসমান হাদি চৌধুরী খুন হওয়ার পর থেকেই চাপ বাড়ছিল৷ অন্তবর্তী সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকিও দিতে দেখা গিয়েছিল ইনকিলাব মঞ্চের প্রথম সারির নেতাদের৷ সব কিছুর ঊর্ধ্বে সম্প্রতি ভাইয়ের মৃত্যুর পিছনে মুহম্মদ ইউনূসের সরকারকেই দায়ী করেছেন হাদির বড় দাদা আবু বকর৷ দাবি করেছিলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দিতে ইউনূসরাই খুন করিয়েছে তাঁর ভাইকে৷ হাদির মৃত্যুর বিচার না পেলে ইউনূসকেও দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আবু বকর৷
তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চেয়ে মুহম্মদ ইউনূস সরকারকে শনিবারই ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ইনকিলাব মঞ্চ। সময়সীমার মধ্যে সদুত্তর দিতে না পারলে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফ্টেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রক) খোদাবকশের পদত্যাগের দাবি জানানো হয়েছিল।
গুরুত্বপূর্ণভাবে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ইউনূস সরকার থেকে ইতিমধ্যেই তিনজন উপদেষ্টা পদত্যাগ প্রত্যক্ষ করেছেন৷ ছাত্রনেতার উপদেষ্টা নাহিদ ইসলাম ২০২৫ সালের শুরুর দিকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে পদত্যাগ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে পদত্যাগ করেন।
