TRENDING:

Bangladesh News: একের পর এক... ইস্তফা দিচ্ছে সব! এবার চাপের মুখে পদত্যাগ ইউনূসের বিশেষ সহকারী খোদাবকশের

Last Updated:

শরিফ ওসমান হাদি চৌধুরী খুন হওয়ার পর থেকেই চাপ বাড়ছিল৷ অন্তবর্তী সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকিও দিতে দেখা গিয়েছিল ইনকিলাব মঞ্চের প্রথম সারির নেতাদের৷ সব কিছুর ঊর্ধ্বে সম্প্রতি ভাইয়ের মৃত্যুর পিছনে মুহম্মদ ইউনূসের সরকারকেই দায়ী করেছেন হাদির বড় দাদা আবু বকর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: শনিবারই দাবি জানিয়েছিল ইনকিলাব মঞ্চ৷ যুবনেতা ওসমান হাদির খুনের দায় নিয়ে পদত্যাগ করতে হবে ইউনূস সরকারের দুই নেতাকে৷ এর পর তদন্তে তেমন অগ্রগতি হয়নি৷ আততায়ী এখনও অধরা৷ বাড়ছিল চাপও৷ বাধ্য হয়ে বুধবার নিজের পদ থেকে ইস্তফা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রক) খোদাবক্স চৌধুরী।
News18
News18
advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, বুধবার রাতে সে দেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। খোদাবক্সের ইস্তফাপত্র গ্রহণও করেছেন রাষ্ট্রপতি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং-এর তরফে বিজ্ঞপ্তি দিয়ে খবরটি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবকশ চৌধুরীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

advertisement

আরও পড়ুন: ‘তোমরাই মেরেছ…,’ নির্বাচন থামাতেই খুন করেছে ইউনূস! মারাত্মক অভিযোগ ছাত্রনেতা হাদির দাদার

ছাত্রনেতা তথা জুলাই আন্দোলনের ইনকিলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক শরিফ ওসমান হাদি চৌধুরী খুন হওয়ার পর থেকেই চাপ বাড়ছিল৷ অন্তবর্তী সরকারের উপর থেকে সমর্থন তুলে নেওয়ার হুমকিও দিতে দেখা গিয়েছিল ইনকিলাব মঞ্চের প্রথম সারির নেতাদের৷ সব কিছুর ঊর্ধ্বে সম্প্রতি ভাইয়ের মৃত্যুর পিছনে মুহম্মদ ইউনূসের সরকারকেই দায়ী করেছেন হাদির বড় দাদা আবু বকর৷ দাবি করেছিলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন প্রক্রিয়া পিছিয়ে দিতে ইউনূসরাই খুন করিয়েছে তাঁর ভাইকে৷ হাদির মৃত্যুর বিচার না পেলে ইউনূসকেও দেশ ছেড়ে পালাতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন আবু বকর৷

advertisement

আরও পড়ুন: ৬০০০ কেজির স্যাটেলাইট…নীল পাখিকে সঙ্গে করে মহাকাশে ভারতের ‘বাহুবলী’ রকেট! সংঘর্ষ এড়াতে উড়ল ৯০ সেকেন্ড দেরিতে

তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চেয়ে মুহম্মদ ইউনূস সরকারকে শনিবারই ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ইনকিলাব মঞ্চ। সময়সীমার মধ্যে সদুত্তর দিতে না পারলে ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফ্‌টেন্যান্ট জেনারেল জাহাঙ্গির আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রক) খোদাবকশের পদত্যাগের দাবি জানানো হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

গুরুত্বপূর্ণভাবে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ইউনূস সরকার থেকে ইতিমধ্যেই তিনজন উপদেষ্টা পদত্যাগ প্রত্যক্ষ করেছেন৷ ছাত্রনেতার উপদেষ্টা নাহিদ ইসলাম ২০২৫ সালের শুরুর দিকে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে পদত্যাগ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও ১০ ডিসেম্বর, ২০২৫ তারিখে পদত্যাগ করেন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: একের পর এক... ইস্তফা দিচ্ছে সব! এবার চাপের মুখে পদত্যাগ ইউনূসের বিশেষ সহকারী খোদাবকশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল