TRENDING:

Bangladesh News: ‘তোমরাই মেরেছ...,’ নির্বাচন থামাতেই খুন করেছে ইউনূস! মারাত্মক অভিযোগ ছাত্রনেতা হাদির দাদার

Last Updated:

মধ্য ঢাকায় হাদির শেষকৃত্য চলাকালীন নিহত ছাত্রনেতা হাদির বড় দাদা আবু বকর ভিড়ের উদ্দেশ্যে একটি আবেগঘন বক্ৃতা করেন৷ সরাসরি কাঠগড়ায় দাঁড় করান রাজনৈতিক নেতাদের, বিচার দিতে ব্যর্থ মুহম্মদ ইউনূসের সরকারের তুলোধনা করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: কট্টরপন্থী ভারত বিরোধী ছাত্রনেতা শরিফ ওসমান হাদি হত্যার পর থেকেই চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশ জুড়ে৷ এদিনে সামনের ফেব্রুয়ারিতেই তাদের সাধারণ নির্বাচন৷ নিকটে দাঁড়িয়ে অন্তর্বর্তী ইউনূস সরকারের শেষের দিন৷ তার আগেই ফের অশান্ত বাংলাদেশ৷ এই পরিস্থিতিতে নির্বাচন কি আদৌ হবে? নাকি, এই নির্বাচন রুখতেই খেলা হয়েছে কোনও কূট রাজনীতি? সেই প্রশ্নই উস্কে দিলেন নিহত ওসমান হাদির দাদা আবু বকর৷
News18
News18
advertisement

ইনকিলাব মঞ্চের নিহত আহ্বায়ক শরিফ ওসমান হাদির ভাই দাবি করেছেন, নির্বাচন আটকাতেই ওসমাকে খুন করিয়েছে সে দেশের মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার৷

আরও পড়ুন: ৬০০০ কেজির স্যাটেলাইট…নীল পাখিকে সঙ্গে করে মহাকাশে ভারতের ‘বাহুবলী’ রকেট! সংঘর্ষ এড়াতে উড়ল ৯০ সেকেন্ড দেরিতে

গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচার করার সময় মাথায় গুলি করা হয় ইনকিলাব মঞ্চের ছাত্রনেতা বছর ৩২-এর ওসমান হাদিকে। পরে তাঁর অবস্থার অবনতি হওয়ায় সরকারি উদ্যোগেই এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে৷ সেখানে গত ১৮ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর৷ হাদির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছতেই আগুন জ্বলে যায় ঢাকা সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়৷ বিক্ষোভে রাস্তায় নামে ইনকিলাব মঞ্চের সমর্থকেরা৷ চলে উদীচি, ছায়ানট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয় স্থানীয় সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’র অফিসে, ‘ডেইলি স্টারে’ চলে ভাঙচুর৷

advertisement

মধ্য ঢাকায় হাদির শেষকৃত্য চলাকালীন নিহত ছাত্রনেতা হাদির বড় দাদা আবু বকর ভিড়ের উদ্দেশ্যে একটি আবেগঘন বক্ৃতা করেন৷ সরাসরি কাঠগড়ায় দাঁড় করান রাজনৈতিক নেতাদের, বিচার দিতে ব্যর্থ মুহম্মদ ইউনূসের সরকারের তুলোধনা করেন৷

এরপরেই ইউনূস সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে আবু বকর বলেন, ‘‘যদি বিচার দিতে পারো, তাহলে তোমাকেও পালাতে হবে৷’’ নিজের ভাইয়ের মৃত্যুর পিছনে ইউনূসের সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘‘তোমরাই ওসমান হাদিকে মেরেছ, তোমরা ওকে সামনে রেখে নির্বাচন বতিল করতে চাও৷’’

advertisement

আরও পড়ুন: ২৫ ডিসেম্বর ক’টায় ফার্স্ট মেট্রো আর ক’টায় লাস্ট? বড়দিনের জন্য বিশেষ পরিষেবা, পার্ক স্ট্রিট-ময়দানে থাকছে নতুন নিয়ম

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হয় হাদির শেষযাত্রা৷ হাজার হাজার মানুষ অংশ নে সেখানে৷ স্লোগান ওঠে “হাদির রক্ত ​​বৃথা যাবে না”।

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় হাদি খ্যাতি অর্জন করেন, যার মঞ্চ প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে অন্য ভূমিকা রেখেছিল এবং আসন্ন ফেব্রুয়ারির সংসদ নির্বাচনেও তাঁকে সম্ভাব্য কণ্ঠস্বর হিসেবে ব্যাপকভাবে দেখা যাচ্ছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পৌষ মাসে ভক্তদের ঢল নামে গঙ্গাপাড়ের জাগ্রত এই মন্দিরে! পুজোয় দেওয়া হয় জোড়া মুলো
আরও দেখুন

আবু বকর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, “হাদির হত্যাকারী সকল খুনিদের বিচারের আওতায় আনতে হবে৷”। তিনি বলেন, তাঁর ভাই বলত “কখনও মাথা নত করব না”। যা স্লোগান হয়ে উঠেছিল জুলাইয়ের গণঅভ্যুত্থানের৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: ‘তোমরাই মেরেছ...,’ নির্বাচন থামাতেই খুন করেছে ইউনূস! মারাত্মক অভিযোগ ছাত্রনেতা হাদির দাদার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল