সোমবার বিকেল চারটে নাগাদ কুষ্টিয়ার এনএস রোডে এই ঘটনা ঘটে। আবুল হাশেমের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। তিনি মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জেলা জামাতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার বলেন, ‘আমির আর নেই।’
দলীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ফেসবুকে পোস্ট করে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামাতের প্রার্থী আমির হামজা জানান, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে সোমবার বেলা সাড়ে তিনটার দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামাতের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা জামাতের আমির আবুল হাশেম।
advertisement
মিছিলটি এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানেই আবুল হাশেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন। ফেসবুকে সমাবেশটির লাইভ সম্প্রচার চলছিল। সেখানে দেখা যায়, বক্তব্যের এক পর্যায়ে আবুল হাশেম থমকে যান এবং ঢলে পড়েন। সেই সময় পাশে থাকা নেতা-কর্মীরা তাঁকে ধরেন। তাঁকে অটোরিকশায় করে দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
